নওগাঁঃখোরশেদ আলম
নওগাঁ ও জয়পুরহাট জেলা র্যাব সিপিসি -৩ এর আওতায় নিরাপত্তা সহ বিভিন্ন কার্যকলাপ পরিচালনা করে।রাজশাহী সদর দপ্তর, রাব-৫ এর আওতায় দায়িত্ব পূর্ণ এলাকা, রাজশাহী মহানগরী,চাপাই নবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও জয়পুরহাট রাব-৫ এর আওতায় দায়িত্ব পূর্ণ এলাকা। নওগাঁ ও জয়পুরহাট রাব-৫ এর সিপিসি -৩ এর আওতায়। রাব প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত লক্ষ্যে সব ধরনের অপরাধী কে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী,সঙ্গবদ্ধ অপরাধী, মাদক,অস্ত্র, ভেজাল পণ্য,ছিনতাইকারী, প্রতারক,হত্যা এবং ধর্ষক মামলার আসামি সহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, বর্তমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায়, স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনায়, রাব-৫ এর দ্বায়িত্ব পূর্ণ এলাকা, রাজশাহী মহানগর, নওগাঁ, চাপাই নবাবগজ্ঞ,নাটোর ও জয়পুরহাট জেলায় দিনে এবং রাতে রোবাস্ট পেট্রোল ও মোটরসাইকেল পেট্রোল অব্যাহত আছে। এছাড়াও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্হানে, চেকপোস্ট স্হাপন করা হয় এবং বিভিন্ন হাইওয়ে রোডে যানবাহনে তল্লাশি সহ ছিনতাইকারী, ডাকাত ও অনান্য সঙ্ঘবদ্ধ সন্ত্রাসী চক্র কে ধরতে রাব-৫ এর সকল ইউনিট একযোগে কাজ করছে। এবিষয়ে রাব-৫ এর জয়পুরহাট ও নওগাঁর সিপিসি -৩ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃনাজমুল হক বিপিএম কে জিজ্ঞেস করলে তিনি বলেন স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা ও অধিনায়ক রাব-৫ এর পরামর্শে আমরা নওগাঁ ও জয়পুরহাট জেলায় বিভিন্ন অভিযান পরিচালনা করে থাকি।ইতিপূর্বেও আমরা নওগাঁ ও জয়পুরহাট এলাকায় অভিযান পরিচালনা করে মাদক, দাগী আসামি ও মাদক চোরাকারবারি কে ধৃত করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি।