নওগাঁ সদর ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে চক্ষু সেবা নিতে আসা রোগীর বেহাল অবস্থা

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫

 

নওগাঁঃ খোরশেদ আলম

নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে দীর্ঘ দিন থেকে, কোন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় নওগাঁ জেলার অন্তগত ১১ উপজেলা এবং নওগাঁর পাশ্ববর্তী জয়পুরহাট ও বগুড়া জেলার বেশ কিছু সল্প আয়ের মানুষেরা চিকিৎসা বঞ্চিত হচ্ছে।
সাধারণ মানুষের সহজ লব্যে চিকিৎসা পাওয়ার স্হান সরকারি হাসপাতাল,অথচ সেখানেই যদি ডাক্তার না থাকে এই সল্প আয়ের মানুষেরা যাবে কোথায়?
আজ দীর্ঘ দিন যাবত নওগাঁ সদর জেলা আধুনিক হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ কোন ডাক্তার পোস্টিং নাই। এতদিন নওগাঁ হাসপাতাল সংলগ্ন মেডিক্যাল কলেজের শিক্ষক ডাক্তার দিয়ে কোন মতে চালিয়ে নিত।ডাক্তার শিক্ষক হওয়ায় সঠিক চিকিৎসা সেবা দেওয়া ও কষ্ট হতো তাদের। মেডিক্যাল কলেজের দুই জন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার শিক্ষক থাকলেও, বর্তমান একজনও নাই। একজন সহযোগী অধ্যাপক তিনি প্রমশোন নিয়ে অন্যত্র পোস্টিং চলে গেছেন। অপরজন সহকারী অধ্যাপক তিনি অবসরে চলে গেছেন। এই অবস্থায় নওগাঁ সদর হাসপাতাল চক্ষু চিকিৎসা নিতে আসা সল্প আয়ের মানুষেরা ফিরে যাচ্ছেন।
এবিষয়ে নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (RMO)ডাক্তার আবু জার গফ্ফার বলেন, গত নভেম্বর মাস থেকে নওগাঁ সদর হাসপাতালে কোন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার নাই। আমরা বিভাগীয় কর্মকর্তা সহ ঢাকাতে পত্র প্রেরন করেছি, ডাক্তার কবে পোষ্টিং দিবে তা আমাদের কিছু বলার নাই। আমরা যথারীতি উর্ধতন কর্মকর্তাকে বিষয়গুলো অবহিত করেছি। ডাক্তার আবু জার গফফার আরও জানান, চক্ষু চিকিৎসার জন্য অনেক মূল্যবান যন্ত্রপাতি আছে যা দীর্ঘ দিন অব্যাবহিত থেকে যা অকার্যকর হয়ে যাচ্ছে। কিছু দিন পরে থাকলে তা ব্যাবহারের অযোগ্য হয়ে পরবে।
নওগাঁ মেডিক্যাল কলেজের অধ্যাপক ডাক্তার মোঃমুক্তার হোসেন, অধ্যক্ষ নওগাঁ মেডিক্যাল কলেজ। তিনি জানান,নওগাঁ মেডিকেল কলেজের বর্তমান কোন চক্ষু চিকিৎসার শিক্ষক পোস্টিং নাই। দুইজন ডাক্তার শিক্ষক ছিলেন তাদের মধ্যে একজন পদন্নোতি পেয়ে অন্যত্র পোস্টিং চলে গেছেন, অপর জন ডাক্তার শিক্ষক চাকরি শেষ, তিনি পিআরএল এ চলে গেছেন। রোগী সেবা তো দিতে পারছি না আবার ক্লাসও নিতে পারছি না। তবে আমরা ঢাকায় পত্র প্রেরন সহ প্রয়জনীয় ব্যাবস্হা গ্রহন করেছি তবে ডাক্তার শিক্ষক কবে নাগাদ পোস্টিং আসবে আমি এ বিষয়ে সঠিক তথ্য দিতে পরবো না।
ভুক্ত ভোগী রোগীরদের দ্বাবী অতিদ্রুত চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আমরা নওগাঁতে চাই। আমরা সল্প আয়ের মানুষ আমাদের চিকিৎসার মূল ঠিকানা সরকারি হাসপাতাল। সেই হাসপাতালে এসে কোন ডাক্তার পাইনা এখন আমরা যাব কই?