নওগাঁঃখোরশেদ আলম
নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনুল আবেদীনের উদ্যোগে আসন্ন রমজান মাসে জনসাধারণ যেন সহজেই প্রাণিজ আমিষের চাহিদা মেটাতে পারে সে লক্ষ্যে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্যোগ গ্রহণ করেছেন।এলক্ষে আজ ২৮ই ফেব্রুয়ারী রোজ শুক্রবার সকাল ১১ টায় এই বিক্রয়ের শুভ উদ্ভোদন করেন সুযোগ্য নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এই কর্মে সহযোগিতার হাত বাড়িয়ে দেন নওগাঁ জেলা প্রাণিসম্পদ দপ্তর।
বিক্রয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার গন এবং প্রেস ক্লাবের নবনির্বাচিত সাভাপতি মোঃ রাইহান আলম এবং সাঃসম্পাদক মোঃবেলায়েত হোসেন
শুক্রবার (২৮ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় নওগাঁ সদর উপজেলা চত্বরে সুলভ মূল্যে ডিম, দুধ, মাংস,ছোলা চিনি মসুরের ডাল।
ন্যায্য মূল্যের দোকানে পাওয়া যাচ্ছে,
গরুর মাংস প্রতি কেজি ৬২০ টাকা,
চিনি প্রতি কেজি ১২৫ টাকা, মুড়ি প্রতি কেজি ৯২ টাকা, চিড়া প্রতি কেজি ভাজা-৯০/ কাঁচা-৬৮ টাকা, ছোলা প্রতি কেজি ১০০ টাকা, মসুর ডাল প্রতি কেজি ১০০ টাকা, সরিষার তেল প্রতি লিটার ১৮০ টাকা, ডিম প্রতি হালি ৪০ টাকা, এছাড়াও মাশব্যাপী ৬২০ টাকা কেজিতে গরুর মাংস সপ্তাহে ২ দিন শুক্রবার ও মঙ্গলবার পাওয়া যাবে।
এসময় উপস্থিত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন সল্প আয়ের মানুষের জন্য রমজানে যেন সুন্দর ভাবে তারা রোজার ইফতারি ও সেহরী করতে পারে তার আমাদের এই উদ্যোগ।সল্ল আয়ের মানুষেরা এই সুযোগ পেয়ে খুব খুশি।