নওগাঁ মান্দায় ভূমি জটিলতা নিরসনের উদ্যোগ দেশের মডেল হিসাবে কাজ করবে –জেলা প্রশাসক

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, মে ২২, ২০২৫

 

নওগাঁঃখোরশেদ আলম

নওগাঁ মান্দা উপজেলায় অনলাইন ভুমি উন্নয়ন কর প্রদান, হোল্ডিং খোলা, ভিপি লিজ ও ভূমি বিষয়ক জটিলতা নিরসনে ইউনিয়ন ভিত্তিক গন শুনানি অনুষ্ঠিত হয়েছে।

মান্দা উপজেলা চৌকস নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।

আজ বৃহস্পতিবার (২২ মে) উপজেলার ঠাকুর মান্দায় ভারশোঁ-তৈতুঁলিয়া ইউনিয়ন ভুমি কার্যালয়ে এ শুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০০ জন ভূমিহীনদের জমি প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বক্তব্যে তিনি বলেন ভূমিহীনদের মাঝে সুষম বন্টনের মাধ্যমে নওগাঁ জেলায় কাঙ্খিত মাত্রায় মান্দা উপজেলাকে মডেল হিসাবে গণ্য করা হবে।

এছাড়া অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানে স্থানীয় ভূমি মালিকদের উৎসাহ প্রদান করেন। ভবিষ্যতে ভূমি বিষয়ক জটিলতা নিরসনে, খাজনা দেওয়া ও হোল্ডিং খোলার জন্য এই অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান বিশেষ গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। জনগণ ভূমি অধিগ্রহণসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিরসনের লক্ষ্যে সেবা গ্রহীতারা জেলা প্রশাসকের শরণাপন্ন হন। তাদের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।

তিনি আরও জানান, সর্বস্তরের জনগণের কাঙ্খিত সেবা প্রাপ্তি নিশ্চিত করতে জেলা প্রশাসনের এরূপ গণশুনানি অব্যাহত থাকবে।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়ার কাজে সন্তুষ্ট হয়ে নওগাঁ জেলা কর্তৃক দায়িত্ব যথাযথ ভাবে পালন করাই দায়িত্বশীল একজন অফিসার হিসাবে মনে করেন জেলা প্রশাসক,মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন মান্দা উপজেলাকে মডেল হিসাবে কাজ করছে। যাহা শতভাগ সাফল্য অর্জন করেছেন। এখন নওগাঁ জেলার প্রতিটি ইউনিয়নে এমন ভাবেই কাজ চলমান থাকবে।সমস্ত দেশের মডেল হিসাবে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা (রাজজ্ব) সোহেল রানা, নিয়ামতপুর উপজেলা ভুমি কমকর্তা রেজাউল করিম, অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলার বিএনপির সাবেক সভাপতি মো. মোকলেছুর রহমান মকে, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, তৈতুঁলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোকলেছুর রহমান কামরুল, ভাঁরশো ইউনিয়নের বিএনপির আহ্বায়ক মো. মোজাম্মেল হক বিভিন্ন পদমর্যাদার বিএনপির নেতৃবৃন্দ।