নওগাঁ মহাদেবপুরে, মজুদ বিরোধী অভিযানে বিভিন্ন চাউলকলে ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৫ নওগাঁঃ খোরশেদ আলম নওগাঁর মহাদেবপুরে অবৈধ মজুদ বস্তার গায়ে মিলগেট দর, ধানের জাত, মিলের নাম না লেখাসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে উপজেলার বিভিন্ন চাউলকল এবং অটো রাইস মিলে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা খাদ্য বিভাগ সেনাবাহীনির যৌথ অভিযানে রকিব চাউলকলসহ মোট ৫টি চালকল এবং অটো রাইস মিলকে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার বিকেলে উপজেলার হাট চকগৌরী, চৌমাশিয়া ও সরস্বতীপুর এলাকায় অবস্থিত চালকল এবং অটো রাইস মিলগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁতে অবস্থিত ৪ ইজ্ঞিনিয়ার ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃকর্ণেল মাহামুদুর রহমান পিএসসি এর নির্দেশে সেনাবাহিনীর একটি চৌকস দল সহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার এ অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধভাবে ধান মজুত রাখার অভিযোগে উপজেলার চৌমাশিয়া এলাকায় অবস্থিত রাকিব চাউল কলকে ২ লাখ টাকা, সরস্বতীপুর এলাকায় অবস্থিত এসিআই ফুডস লিমিটেড রাইস ইউনিটকে আতপ চালের প্যাকেটে অতিরিক্ত মূল্য লেখায় ৫০ হাজার টাকা, হাট চকগৌরী এলাকায় অবস্থিত কুলসুম চাউল কলকে ৫০ হাজার টাকা, অবৈধ ধান চাল মজুতের অভিযোগে মিলন ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, অবৈধ ধান মজুতের অভিযোগে লাইলি চাউল কলকে ১ লাখ টাকা এবং বেলঘড়িয়া এলাকায় জিহাদ চাল কলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আশরাফুল আরেফিন বলেন, এ উপজেলার ৫টি চাউলকলে মুজুদ বিরোধী অভিযানে ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যেসব মিলে অবৈধ মজুদ রয়েছে সেসব মিল খুঁজে বের করে অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার বলেন, মিলগুলোতে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। অবৈধ মজুতগুলো বাজারে দ্রæত ছেড়ে দেওয়ার জন্য আমরা সবাইকে সতর্ক করে দিয়েছি। এরপরে যদি অবৈধ মজুত পাওয়া যায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ বলেন, গত কয়েকদিন যাবত ধান এবং চালের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। ধান এবং চালের বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা চাউলকল এবং অটো রাইস মিলগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করছি। মিলগুলোতে খাদ্য আইন অমান্য করে অবৈধ ধান চাল মজুত রাখা এবং বস্তার গায়ে জাতের নাম, মিলগেট দর না লেখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে জেলা সদরের ১টি চাউলকলে ৮০ হাজার টাকা এবং মহাদেবপুর উপজেলার ৫টি চাউল কলে ৫ লাখ ৫০ হাজার জরিমানা করা হয়েছে। অভিযানে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থার সদস্য, খাদ্য বিভাগ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। SHARES প্রচ্ছদ বিষয়: