নওগাঁ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে মান্দা বিএমইউজের কার্যালয় পরিদর্শন করলেন ইউএনও দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, মে ৪, ২০২৫ খোরশেদ আলম, নওগাঁঃ নওগাঁর মান্দায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) মান্দা উপজেলা শাখার কার্যালয় পরিদর্শন করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আলম মিয়া। বিএমইউজের অফিস পরিদর্শনে এলে তাকে মান্দা উপজেলা বিএমইউজে এর সভাপতি আঃ মজিদ মন্ডল সম্রাট ইউএনও মোঃ শাহ আলম মিয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এসময় সংগঠনের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। শনিবার (৩ মে) সন্ধ্যায় উপজেলার প্রসাদপুর তিন মাথা ফরহাদ মার্কেট এর দ্বিতীয় তলায় অবস্থিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন মান্দা শাখায় পরিদর্শন করেন তিনি। এ সময় পরিদর্শন বইয়ে সংগঠনের কার্যাবলী সম্পর্কে মন্তব্য প্রদান করেন। নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া সংগঠনটির নেতৃত্ব ও কাজে সন্তোষ প্রকাশ করে মান্দার উন্নয়নে সকল তথ্য আদান প্রদান করেন। সে ক্ষেত্রে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সকল সাংবাদিকবৃন্দ মান্দার উন্নয়নের ক্ষেত্রে সঠিক তথ্য প্রদানের আশা ব্যক্ত করেন। তিনি সাংবাদিক ইউনিয়নের সাথে মান্দায় উন্নয়নে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন ও সাংবাদিকদের মান উন্নয়নে করনীয় বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও মান্দার জনগনের ইতিহাস ঐতিহ্য রক্ষা এবং জীবন মান উন্নয়নের লক্ষে, কি কি করণীয় তা সকল বিষয়ে সংগঠনের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এরপর বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে ইউএনও দীর্ঘ সময় কাটিয়েছে। পরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে মান্দার জনগনের জন্য অবিরাম কাজ করাই নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে সম্মাননা স্মারক ও ক্রেষ্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সবুজ ও দপ্তর সম্পাদক রইচ আহম্মেদ প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন দাবী জানালে, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া আশ্বাস প্রদান করেন। এরপর চা চক্র শেষ করে সংগঠনটির সকল সদস্য নির্বাহী কর্মকর্তার সাথে ফটোসেশান শেষে বিদায় নেন তিনি। SHARES জেলার সংবাদ বিষয়: