নওগাঁ বদলগাছি উপজেলায় ডাকাতির ঘটনায় ০৭ জনকে গ্রেফতার  করেছে পুলিশ।

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫

 

নওগাঁঃখোরশেদ আলম

অদ্য বুধবার (২২ জানুয়ারি)  দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৩ জানুয়ারি রাত অনুমান ০৮:০০ ঘটিকার সময় দোকান থেকে বাড়ি যাবার পথে বদলগাছি থানাধীন মথুরাপুর ইউপি জাবারিপুর এলাকা তিন মাথার মোড় বটতলী নামক স্থানে হেয়ারিং রাস্তার উপর অজ্ঞাত ৭/৮ জন পুলিশ পরিচয়ে ধামারহাট উপজেলার ইউসুফপুর গ্রামের নুর ইসলামকে থামিয়ে নগদ ৩৭১৭০/- টাকা এবং ১০০ সিসি মোটরসাইকেল ও স্মার্ট মোবাইল ফোন ছিনতাই করে।
এ ঘটনায় থানায় একটি মামলা হলে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতাই চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন – বদলগাছি উপজেলার রসুলপুর গ্রামের মাখন পাহানের ছেলে পলাশ কুমার পাহান, আজাহার আলীর ছেলে রাজু হোসেন, মৃত হাসেম আলীর ছেলে শফিকুল ইসলাম, আব্দুল মান্নানের ছেলে ইউসুফ আলী, বগুড়া আদমদীঘি উপজেলার বসিপুর গ্রামের সন্তোষ কুমার বসাকের ছেলে শতদল কুমার বসাক,রাসেল হোসেন ও গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার সাহিদুর রহমানের ছেলে রাসেদ মিয়া।
গ্রেফতারের সময় তাদের নিকট হইতে চোরাই ১০০ সিসি মোটরসাইকেল ০১ টি,স্যামসাং স্মার্ট ফোন ০২ টি, নগদ টাকা ১৫,০০০/- চোরাই কাজে ও পুলিশ পরিচয়ে ব্যাবহৃত মোবাইল ফোন ০৩ টি, রশি ০১টি, ওয়াকিটকি সেট ০১টি, একটি অস্ত্রের ন্যায়, প্লাস্টিকের খেলনা পিস্তল এবং বিভিন্ন উপকরণ উদ্ধার করে।আসামী রাশেদের নিকট হতে একটি চোরাই স্মার্ট মোবাইল ফোন ও চোরাই ৪০০০/-টাকা, আসামী ইউসুফ এর নিকট হতে অপর একটি চোরাই স্মাট মোবাইল ফোন ও চোরাই ৩০০০/-টাকা উদ্ধার করা হয়।আসামি শতদলের দেখানো মতে আসামী রাসেলের গ্যারেজ হইতে বাজাজ ১০০ সিসির মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।