নওগাঁঃ খোরশেদ আলম
আজ ৭ ই মে রাত আনুমানিক ১,২০ মিঃ পোরশা থানা পুলিশে একটা চৌকশ দল, দ্বাগী ও বিভিন্ন মাদক ব্যাবসায়ীর সাথে জরিত তাদের গ্রেফতার করতে সক্ষম হন।
নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম এর সরাসরি নির্দেশনায়, পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আবুবক্কর সিদ্দিক এর পরামর্শে, এএস আই মোঃআক্কাস আলী একটি চৌকস দল নিয়ে, গোপন সাংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১,২০ মিঃ সময়ে নিতপুর ইউনিয়ন, কালাইবাড়ি গ্রাম এলাকা থেকে, দ্বাগী ও বিভিন্ন মাদক ব্যাবসায়ী, ওয়ারেন্ট এর আসামি দূজন কে গ্রেফতার করতে সক্ষম হন।
জি আর-নং ৪০/২২ (পোরশা) ১! মোঃমনিরুল ইসলাম (২৬) পিতাঃমৃত আঃজব্বার ২! মোঃআক্তারুল ইসলাম (২৬) পিতাঃমৃতৃ,আনোয়ারুল ইসলাম, উভয়ের সাং চকবিষ্ণুপুর কলনী।থানাঃপোরশা জেলা, নওগাঁ। ওসি পোরশা, মোঃআবুবক্কর সিদ্দিক বলেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম এর সরাসরি নির্দেশনা মাদক ব্যাবসায়ী ও সহ সকল অপকর্মের কোন হোতাকে ১% পার্সেন ছাড় দেওয়া হবে না। আইনের শাসন পতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যেতে হবে। তারই ধারাবাহিকতায় আমরা চিরনি অভিযান পরিচালনা করছি।