নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটে নবাগত শিক্ষক ও শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫

নওগাঁ-খোরশেস আলম

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটে নবনিযুক্ত শিক্ষক ও প্রথম বর্ষের শিক্ষার্থীদের সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টায় ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে নবাগতদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করা হয়। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) নওগাঁ জেলা শাখার উদ্যোগে এবং বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ) নওগাঁ পলিটেকনিক শাখার সার্বিক সহযোগিতায় এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুর রকিব। তিনি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “একজন কারিগরি শিক্ষার্থী শুধু ডিগ্রিধারী হলে চলবে না, তাকে দক্ষ হতে হবে। দক্ষতা অর্জনের মাধ্যমেই নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখা যাবে।”

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবি নওগাঁ জেলা শাখার সভাপতি এ কে এম নাজমুল আলম, আর সঞ্চালনায় ছিলেন শিক্ষার্থী মাঈন হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ (২য় শিফট) মো. নাসিমুজ্জামান, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (নন-টেক, ১ম শিফট) খোন্দকার মো. সোহাইল ইসলাম, আইডিইবি বগুড়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম শাহীন, নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক ফেরাউল ইসলাম, দপ্তর সম্পাদক মো. শাহজাহান হোসেন, অর্থ সম্পাদক মো. নিজামুল হক, নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন, নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. আপেল হোসাইন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উপসহকারী প্রকৌশলী মো. জাকারিয়া হোসেন।

এছাড়াও বাকাছাপ নওগাঁ পলিটেকনিক শাখার উপদেষ্টা ওয়াকিল হাসান অনন্ত, আহ্বায়ক তৌশিক সিদ্দিকী সাব্বির, সদস্য সচিব আবু হুরায়রা হাসিব, দপ্তর ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইবতে সাম আল মাহি, অর্থ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আশরাফুল হক এবং যুগ্ম ছাত্রী ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাদিয়া মেহেদী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে ভুগছিল। সম্প্রতি এ সমস্যা সমাধানে ২৩ জন নতুন শিক্ষক নিয়োগ পাওয়ায় কিছুটা স্বস্তি এসেছে। অনুষ্ঠানে তাদের মধ্যে ২১ জন উপস্থিত ছিলেন এবং আনুষ্ঠানিকভাবে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। নবনিযুক্ত শিক্ষকদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হওয়ার পর তাদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নবাগত শিক্ষার্থীরা জানান, “শিক্ষকদের দিকনির্দেশনায় আমরা দক্ষতা অর্জন করে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।” বক্তারা কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষতা অর্জনের গুরুত্ব, নৈতিক শিক্ষা এবং প্রযুক্তিগত উৎকর্ষতার বিষয়ে আলোকপাত করেন। পাশাপাশি আইডিইবি ও বাকাছাপ কীভাবে শিক্ষার্থীদের সহায়তা করছে, তা নিয়েও বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। অতিথিদের সম্মাননা স্মারক প্রদান ও নবনিযুক্ত শিক্ষকদের পরিচয়পর্বের মাধ্যমে আয়োজনে এক বিশেষ মাত্রা যোগ হয়। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।