নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) আন্তঃসিমান্ত অপরাধ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪

খোরশেদ আলম, নওগাঁঃ

নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক আন্তঃসীমান্ত অপরাধ সংক্রান্ত জনসচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অদ্য ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকাল ১৫৩৫ ঘটিকা হতে ১৬৪০ ঘটিকা পর্যন্ত পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর আওতাধীন কালুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সাতআনা বাজার সংলগ্ন ফুটবল মাঠে সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার ও মাদকদ্রব্য চোরাচালানের কুফল এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে করণীয়/বর্জনীয় সম্পর্কে জনসচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যদের মধ্যে অত্র ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম, বিজিওএম, অফিসার ইনচার্জ, ধামইরহাট থানা, ধামইরহাট ইউপি চেয়ারম্যান, মেম্বার, বিজিবি কোম্পানী/বিওপি কমান্ডার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সীমান্তবর্তী আনুমানিক ৬০০ জন জনসাধারণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সভায় নওগাঁ জেলার প্রায় ৬৭ কিঃ মিঃ সীমান্তে গরু/মাদক পাচার/ অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেন।