নওগাঁ: খোরশেদ আলম
নওগাঁর পত্নীতলা উপজেলায় রাতের বেলায় সাপাহার পত্নীতলা মূল সড়কে গাছ কেটে ফেলে একটি বিআরটিসি বাস থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার মধুইল মানসী ও নকুচা এলাকার মাঝামাঝি এ ঘটনা ঘটে। তবে পুলিশ এটিকে ডাকাতির ঘটনা নয়, বরং ছিনতাই হিসেবে অভিহিত করেছে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান জানান, প্রায় রাত বারোটার দিকে দুর্বৃত্তরা নওগাঁ-সাপাহার সড়কে গাছ ফেলে রাস্তা অবরুদ্ধ করে। এ সময় রাজশাহী থেকে সাপাহারগামী একটি বিআরটিসি বাস আটকিয়ে যাত্রীদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয় তারা।
তিনি আরও জানান, ঘটনার পরপরই স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। তবে এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিষয় টি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম, খবর পেয়ে পত্নীতলার চৌকস ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃএনায়েতুর রহমান কে নির্দেশনা দেন, যে কোন উপায়ে ডাকাত/ ছিনতাইকারী দলকে আটক করে, আইনের আওতায় আনতে হবে। ঘটনার সংগে সংগে তদন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক )মোঃআবুতালেব কে এই ঘটনার তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওসি মোঃএনায়েতুর রহমান বলেন আমরা যে কোন উপায়ে অপরাধীদের ধৃত করে আইনের আওতায় আনতে সক্ষম হবো বলে আমি বিশ্বাস করি।
এদিকে, ঘটনার পরপরই সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। স্থানীয়রা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।