নওগাঁ নতুন বাসা নির্মানে চাঁদার টাকা না পেয়ে অবঃ প্রাপ্ত সেনা সদস্য কে পিটিয়ে জখম

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৪

 

নওগাঁঃখোরশেদ আলম

চাঁদার টাকা না পেয়ে অবঃ প্রাপ্ত সেনা সদস্য মোঃ একরামুল হক (৪৫)পিতাঃমৃত মনজুরুল হক সহ কয়েক জন কে সন্ত্রাসী কায়দায় পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে নওগাঁ শহরের খাস-নওগাঁর, আজিদুল হক মুসা,৪৫, দেলেয়ার হোসেন ঝন্টু,৪৫ সোহেল,৪১, সুজন, ৩৮,টিপু, ৩৮,সহ আরও৫/৭ জন অজ্ঞাত, তাদের লোকজনের বিরুদ্ধে। রবিবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় নওগাঁ শহরের জনকল্যাণপাড়ায় ঘটনাটি ঘটে। আহত অবঃ প্রাপ্ত সেনা সদস্য মোঃ একরামুল হক বলেন শহরের জনকল্যাণপাড়ায় আমি জমি ক্রয় করেছি বাড়ি নির্মাণ করার জন্য নির্মাণের কাজ শুরু করলে আমার কাছ থেকে (১ লক্ষ টাকা) চাঁদা দাবি করে সন্ত্রাসী কায়দায় আমি চাঁদার টাকা দিতে অস্বীকার করলে বিভিন্ন ধরনের হুমকি ধামকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে আমি তাদেরকে বাধা দিতে গেলে একপর্যায়ে তারা চড়াও হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আমাকে সহ আমার লোকজন কেও মারধর করে। পরে আহত ইকরামুলের অবস্থা বেগতিক দেখে তাকে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে আসেন। এখনো তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এই বিষয়ে আহত অবঃ প্রাপ্ত সেনা সদস্য মোঃ একরামুল হকের শালিকা শ্যামলী বেগম, সেনা ক্যাম্পে ও থানায় অভিযোগ দিয়েছে বলে জানায়। অভিযুক্ত দেলেয়ার হোসেন ঝন্টু সাথে সংবাদ প্রতিনিধির মুঠো ফোনে কথা হলে তিনি জানান চাঁদা চাওয়া তো দূরের কথা আমি তাকে ভালো করে চিনিও না এসব বিষয়ে আমি কিছু জানি না। নওগাঁ সদর থানা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন আমার হাতে এখনো কোনো অভিযোগ আসেনি এ বিষয়ে যদি থানায় কোন অভিযোগ এসে থাকে, অবশ্যই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।