নওগাঁ ধামুইরহাটে পিকনিকের বাসের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

 

নওগাঁ- খোরশেদ আলম

নওগাঁর ধামইরহাটে পিকনিকের বাসের ধাক্কায় কামাল হোসেন (৪৫) নামে এক ফটোস্ট্যাট ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আড়ানগর ইউনিয়নের বিহারিনগর মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কামাল হোসেন নিজের মোটরসাইকেলে করে নওগাঁ শহরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে জয়পুরহাটগামী হানিফ পরিবহনের একটি পিকনিকের বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৫৫৯২) বিপরীত দিক থেকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ধামইরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটাররা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং নিহতের মরদেহ উদ্ধার করেন।

নিহত কামাল হোসেন উপজেলার উত্তর চকযদু গ্রামের বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলীর ছেলে। তবে তার জন্মস্থান নওগাঁর আত্রাই উপজেলায়। ছোটবেলা থেকেই তিনি ধামুইরহাটে বসবাস করে আসছিলেন এবং উপজেলা পরিষদ মার্কেটে একটি ফটোস্ট্যাট ব্যবসা পরিচালনা করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।

এলাকাবাসী জানান, বিহারিনগর মোড়টি অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ। এর আগে একই স্থানে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। সড়কের এই বাঁকটি সরু এবং বিপজ্জনক হওয়ায় প্রায়ই দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। স্থানীয়রা দ্রুত এ স্থানে একটি গতি রোধক (স্পিড ব্রেকার) নির্মাণের দাবি জানিয়েছেন।

ধামইরহাট থানার চৌকশ অফিসার ইনচার্জ (ওসি) রাইসুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এই দুর্ঘটনার পর সড়ক নিরাপত্তা ও দ্রুতগতির যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিলে এমন প্রাণহানি এড়ানো সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা