নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন দিবস দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, মে ১, ২০২৫ নওগাঁঃ খোরশেদ আলম আজ ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন দিবস।নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন দিবস পালন করা হয়েছে। সকাল ১০ টা থেকে শুরু হয় ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের বিভিন্ন কার্যক্রম। এই অনুষ্ঠান উপলক্ষে নওগাঁ সদর উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁর সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, সভাপতিত্বেঃ এ এইচ ইরফান উদ্দীন আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। টি এম এ মমিন উপপরিচালক স্হানীয় সরকার ও পৌর প্রশাসক,ডাঃমুনির আকন্দ ডেপুটি সিভিল সার্জন,মোঃইবনুল আবেদীন, নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও )সকল নির্বাহী ম্যাজিষ্টেট ও জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃরাইহান আলম সহ সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি সহ বিভিন্ন সংগঠনের মালিক পক্ষ ও শ্রমিক সহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রথমে সকল শহীদ শ্রমিকের আত্মার মাগফিরাত কামনা করেন।২০০৩ সাল থেকে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আই এলও) এর উদ্যোগে বিশ্বব্যাপী প্রতি বৎসর ২৮ শে এপ্রিল পালিত হয় World day for health and Safety at work যা আমাদের কে কর্মক্ষেত্রে স্হাস্হ্য ও সুরক্ষা বিধি পালনে উদ্ভুদ্ধ করে। অর্থনৈতিক উন্নতি ও শিল্পের টিকসই উন্নয়নে পেশাগত স্হাস্হ্য ও সেইফটির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রম ও কর্মসংস্হান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্টান পরিদর্শন অধিদপ্তর বাংলাদেশ শ্রমআইন ও জাতীয় পেশাগত স্হাস্হ্য ও সেইফটি নীতিমালা আলোকে ২০১৬ সাল হতে প্রতিবৎসর জাতীয় পেশাগত স্হাস্হ্য ও সেফটি দিবস পালিত হচ্ছে। উপস্থিত বিভিন্ন প্রতিষ্টানের মালিক গ্রুপের নেতৃবৃন্দ ও শ্রমিক সহ শ্রমিক নেতৃবৃন্দের উদ্দেশ্য প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, আমাদের ইসলাম ধর্মেও আছে,শ্রমিকের ঘাম শুকানোর আগে তাদের মজুরি পরিশোধ করতে হবে। শ্রমিকদের উদ্দেশ্য বলেন আজ একজন শ্রমিক মাসে গড় ১৫/১৬ হাজার টাকার মত কামাই করে থাকেন।এই অক্লান্ত পরিশ্রমের টাকা যদি আপনারা হিসাব করে খরচ করেন তাহলে স্বাভাবিক জীবন যাপন করা যাবে আর হিসাব ছাড়া খরচ করলে তাদের চলার কষ্ট হবে। আমরা ও শ্রমিক, তবে শ্রমের ক্ষেত্র আলাদা তবে আমরা ও তো শ্রমজীবি মানুষ। কেহ সরকারি শ্রমজীবি আবার কেহ প্রাইভেট বা বিভিন্ন কোম্পানির আওতায় শ্রমজীবি মানুষ। সভা শেষে অদ্যকার সভার সভাপতি এ এইচ ইরফান উদ্দীন আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক উপস্থিত সকল সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ শ্রমিক ও শ্রমিক নেতাদের প্রতি ধন্যবাদ সহ কৃতজ্ঞতা স্বীকার করে সভার সমাপ্তি ঘোষণা করেন। SHARES প্রচ্ছদ বিষয়: