নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৫

 

খোরশেদ আলমঃনওগাঁ

আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস।সারা বাংলাদেশের ন্যায় নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হলো মহান স্বাধীনতা দিবস।
দিনের ১ম টা শুরু হয়, সূর্য উদয়ের সাথে সাথে নওগাঁ জেলা মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধা সৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কার্যক্রম শুরু হয়।
মুক্তিযোদ্ধা সৃতি স্তম্ভে ১ম পুষ্পস্তবক অর্পণ করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, পরে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম, মুক্তি যোদ্ধা সংসদ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা,এরপর বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন।
২ য় পর্ব শুরু হয় নওগাঁ স্টেডিয়ামে। সেখানে কুচকাওয়াজে অংশ গ্রহন করেন, নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল, জেলা কারাগার,ফায়ার সার্ভিস,আনছার, স্কাউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই কুচকাওয়াজে অংশ গ্রহন করেন এবং ডায়াসে উপস্থিত থেকে সালাম গ্রহন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এবং পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম। এসময় আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সকল পদবীর অফিসার সহ বিভিন্ন পদবীর কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র / ছাত্রী ও শিক্ষক মন্ডলী সহ সকল মিডিয়ার প্রতিনিধিগন উপস্থিত থেকে খবর সংগ্রহ করেন।