নওগাঁঃ খোরশেদ আলম
অদ্য ০৪/০৫/২৫ রোজ রবিবার দিনে-দুপুরে নওগাঁ জেলা আওয়ামী লীগ অফিসে লিফটের রেলিং চুরি করতে গিয়ে এক চোরের মৃত্যু হয়েছে।
দূপুর আনুমানিক ৩ টার দিকে দেলোয়ার হোসেন (৩৫), মাতা,ডলি পিতা,মৃত্যু,মছির উদ্দীন, সাং,চকদেব পাড়া, নওগাঁ সদর, নওগাঁ। নওগাঁ জেলা আওয়ামী লীগ অফিসের লিফট চুরি করতে এসে সাত তলা থেকে পরে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।
এবিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃনূরে আলম সিদ্দিকী কে, জিজ্ঞেস করলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দেলোয়ারের মরদেহ নওগাঁ সদর হাসপাতালে মর্গে ময়না তদন্তের জন্য নেওয়া হয়েছে এবং এবিষয়ে একটি ইউডি মামলা রুজু হয়েছে। বর্তমান নওগাঁ জেলা আওয়ামী লীগ অফিস অরক্ষিত অবস্থায় আছে, সেই অফিসে সকল আসবাবপত্র চুরি হয়েছে। দরজা, জানলা,রড সহ কিছুই বাকি নাই। শেষ একটা বাকি ছিল ভারী ওজনের লিফট, তাও পাট,পাট করে খুলে বিক্রি করছে। বিভিন্ন পার্স খোলার সময় পা ফসকে সাততলার উপর থেকে সোজা নীচে পরে তার অপমৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।