নওগাঁঃ খোরশেদ আলম
নওগাঁ জেলায় ১১টি উপজেলার মধ্যে প্রাথমিক তিনটি উপজেলা, নওগাঁ সদর, আত্রাই ও রানী নগর উপজেলায় নিবন্ধন(ডাটা) শেষ করে,উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ছবি তোলার কাজ চলছে।
নওগাঁ সদর,আত্রাই ও রানীনগর এই তিন উপজেলায় মোট নতুন ভোটার নিবন্ধন সহ ছবি তুলছেন, ৯৯১২ জন।
পুরুষ ভোটার=৪৪৩৯ জন,মহিলা ভোটার =৫৪৭৩জন, মোট;৯৯১২ জন।
নওগাঁ জেলা নির্বাচন অফিসার মোঃআব্দুল মোত্তালিব, তিনটি উপজেলার সকল সেন্টারে গিয়ে, কর্মিদের কাজের গতি দেখাশুনা করছেন এবং জনগণ কে ধর্য্যধারন করে ছবি তোলার উৎসাহ দিচ্ছেন। একজন ভোটারের, আইডেন্টিটি ফাই করতে বেশ কয়েক মিনিট সময় লাগছে। এখানে কিছু বিপত্তি ও ঘটছে, চোখ ও ফিঙ্গার প্রিন্ট মিলাতে অনেকের সময় লাগছে।অনেকের হাতের আঙ্গুলগুলির রেখা না মিলায় সময় কষ্ট হচ্ছে তবে নতুন ভোটার হওয়ার একটা আলাদা উৎসাহ দেখাচ্ছে নতুন ভোটার ছেলে ও মেয়েরা।
এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে নওগাঁ জেলা নির্বাচন অফিসার মোঃআব্দুল মুত্তালিব এর নেতৃত্বে। জেলা নির্বাচন অফিসার কে সহযোগিতা করছেন, মোঃগোলাম মোস্তফা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার, কায়ছার মোহাম্মদ উপজেলা নির্বাচন অফিসার নওগাঁ সদর, মোঃফেরদৌস আলম উপজেলা নির্বাচন অফিসার আত্রাই, রাজিয়া মাজিয়া উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত )রানীনগর, মোঃআকাশ মন্ডল সহকারী প্রোগ্রামার জেলা নির্বাচন অফিস নওগাঁ।