নওগাঁ চকগৌরী হাটে অবৈধ পলথিন বিক্রয় করার দ্বায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫ নওগাঁঃখোরশেদ আলম গত ২৮/০৪/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে নওগাঁ জেলা সুযোগ্য প্রশাসনক মোহাম্মদ আবদুল আউয়াল এর সরাসরি নির্দেশনায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ বিন জিয়া এর নেতৃত্বে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার হাটচকগৌরী বাজারে অবৈধ পলিথিনের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে মেসার্স সরকার ভ্যারাইটিজ স্টোর নামক মুদি দোকান হতে আনুমানিক ০৬ (ছয়) কেজি পলিথিন জব্দ করা হয় এবং দোকান মালিক হতে ২০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় । ভবিষ্যতে অবৈধ পলিথিন ব্যবহার না করার জন্য উক্ত প্রতিষ্ঠানসহ বাজারের অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। জেলা পুলিশের একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তর, নওগাঁর সহকারী পরিচালক মোঃনাজমুল হোসাইন জানান। SHARES প্রচ্ছদ বিষয়: