নওগাঁ ও পাবনায় আন্ত জেলায় ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল সহ মাইক্রো বাস আটক দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫ নওগাঁঃখোরশেদ আলম নওগাঁ ও পাবনায় আন্ত জেলা ডাকাতির ঘটনায় নওগাঁ জেলা পুলিশ ৬ সদস্য কে গ্রেফতার করতে সক্ষম হয় এবং লুন্ঠিত মাল দেশীয় অস্ত্র সহ তাদের ব্যাবহিত মাইক্রো বাস আটক করতে সক্ষম হন। অদ্য দূপুর ১ টায় নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম এর সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন নওগাঁর সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম, এ-সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান বিপিএম (পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার)অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রতপাল, মহাদেব পুর ও বদলগাছী সার্কেল,পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোঃএনায়েতুর রহমান। সাংবাদিক সন্মেলনে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন,গত ২২ শে ফ্রব্রুয়ারী রাত ১১ টার সময় নওগাঁ, পত্নী তলায় বিআরটিসি বাসে একটা ডাকাতির ঘটনায় পুলিশ রহস্য উদঘাটন করতে অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানের মাধ্যমে জয়পুরহাট, গাইবান্ধা ও বগুড়া জেলা থেকে আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্য কে গ্রেফতার করেন। ৩ জন জয়পুর কালাই উপজেলা, ২ জন গাইবান্ধা গোবিন্দগঞ্জ এবং একজন বগুড়ার কাহালু উপজেলা থেকে। গ্রেফতার কৃত আসামিরা হলেন ১!মোঃশামীম ইসলাম (২৭)পিতাঃমুজিবুর রহমান গ্রামঃআওড়া পশ্চিম পাড়া,২!শ্রীঃরজ্ঞিত চন্দ্র বর্মন(৩০)পিতাঃঅরুন চন্দ্র গ্রামঃহাতিয়র,৩!মোঃআঃলতিফ (৩৭)পিতাঃলুৎফর রহমান, গ্রামঃঝামুটপুর,সর্ব থানাঃকালাই জেলাঃজয়পুরহাট।৪!মোঃশারুল ইসলাম (৩৭)পিতাঃমনছুর ব্যাপারি ৫! মোঃশহিদুল ইসলাম (৪০)পিতাঃমোঃমফিজ উদ্দীন,উভয় সাং পুরুন্দর,জেলা গাইবান্ধা। ৬! মোঃশাহাদত হোসেন (৪০)পিতাঃখোরশেদ আলী গ্রামঃসিন্ধুরাইল,থানা কাহালু বগুড়া। তাদের মধ্যে শহিদুলের নামে ৬ টি মামলা রয়েছে, শাহারুলের বিরুদ্ধে দুইটি, শামীমের বিরুদ্ধে দুইটি, এবং অন্যদের বিরুদ্ধে ও একটি করে পূর্বের মামলা রয়েছে। সাংবাদিকের প্রশ্নের জবাবে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন এদের রিমান্ড চাওয়া হবে, আদালত মজ্ঞুর করলে এদের কাছে আরও তথ্য পাওয়া যাবে বলে আমরা বিশ্বাস করি। SHARES সারা বাংলা বিষয়: