নওগাঁ আত্রাই উপজেলা বিএনপি নেতা কে হত্যার চেষ্টায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫

 

নওগাঁঃ

খোরশেদ আলম

গত ১০/৪/২৫ ইংরেজি রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে নিজ ব্যাবসা স্হল আত্রাই উপজেলা শহর থেকে, গুড়নই বাজারের কাছাকাছি এলে একদল সন্ত্রাসী পথ রোধ করে হত্যার চেষ্টা করে।এমন সময় তার চিৎকার শুনে কিছু মানুষ এগিয়ে এলে তাকে অর্ধমৃত অবস্থায় ফেলে পলাইয়া যায়।এলাকার স্ব-রীদ্বয় বান ব্যাক্তি বর্গ তাকে আত্রাই উপজেলা সদর হাসপাতালে ভর্তি করান।
ঘটনার তদন্তে সুত্র মতে জানাযায়,আহত আত্রাই উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃআজাদ আলীর পিতা মৃত্যু শখীমুদ্দীন ১৯৭৮ সালে মোট ১২ বিঘা জমি নগদ অর্থ দিয়ে ক্রয় করে ন এবং পরবর্তী সময়ে তিনি তা সরকারি বিধি মোতাবেক খারিজ করে তার মৃত্যুর পূর্বে সন্তানদের নামে লিখে দেন।দীর্ঘ দিন থেকে তারা এই জমি ভোগদখল করে আসিতেছিল কিন্তু গত আওয়ামী লীগের আমলে সন্ত্রাসী কায়দায়, গত ১৬ বৎসর ভোগ দখল করে আসলে, গত ৫ তারিখের পট পরিবর্তনে, সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃআজাদ আলী দখল নিয়ে ভোগদখল করতে থাকে।
ইতি পূর্বে এই জমি নিয়ে বিবাদী গন চার বার কোর্টে কেচ করেন এবং চার বারই আজকের বাদী সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃআজাদ আলী রায় পান।তারপর ও বিবাদী গন চিন্তা করে তাকে হত্যা করলে জমিটা ভোগদখল করা যাবে। এই হত্যার উদ্দেশ্য গত ১০/৪/২৫ তারিখ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় তাকে হত্যার উদ্দেশ্য গুড়নই বাজের কাছে, বিবাদী ১!রেজাউল সরদার (৫০)পিতাঃমৃত,এনায়েত উল্লা ২!হিমেল সরদার (৩০)পিতা মোঃনজিবর ৩!মো বাদশা (৩২)পিতা মৃত্যু, আব্দুল সরদার ৪!মোঃরাঙ্গা (২৫)পিতা মৃত্যুঃআব্দুল ৫!মোঃগোলাপ সরদার (৫৫)পিতা মৃত্যু, মফেজ সরদার উভয়ের সাং গুড়নই, ৪ নং পাঁচুপুর ইউনিয়ন, আত্রাই নওগাঁ।
এবিষয়ে গতকাল আত্রাই আহসানগজ্ঞ রেল স্টেশনের পার্শ্বে, আমতলিতে বিশাল এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃআব্দুল ওয়াহাব, বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির সাঃসম্পাদক মোঃতসলিম উদ্দীন,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর,যুবদলের যুগ্নআহবায়ক মোঃপারভেজ ইকবাল, যুগ্নআহবায়ক আশরাফুল ইসলাম লিটন,শ্রমিক দলের সাঃসম্পাদক মোঃকামাল হোসেন প্রমূখ।
বক্তারা বলেন গত আওয়ামী লীগের সন্ত্রাসীরা আত্রাই উপজেলা বিএনপির শত শত নেতা কর্মি কে মিথ্যা মামলা, ঘরবাড়ি ভাংচুর, জমি দখল, হত্যা সহ এমন কোন কাজ নাই যা এরা করে নাই। আমরা এদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তে বিচার দ্বাবি করছি এবং আত্রাই উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃআজাদ আলী কে হত্যার উদ্দেশ্য যে হামলা করেছে তাদের বিরুদ্ধে আমরা তিব্র নিন্দা জানাচ্ছি এবং এর বিচার দ্বাবি করছি।