নওগাঁর নিয়ামতপুরে দলিল লেখক সমিতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫ নওগাঁঃখোরশেদ আলম নওগাঁ নিয়ামতপুর উপজেলা দলিল লেখক সমিতিতে অতিরিক্ত টাকা নিয়ে জমি রেজিষ্ট্রেশন করছে এর প্রতিবাদ করতে গিয়ে সমিতি থেকে বরখাস্ত হন সাজেদুল আলম নামের এক দলিল লেখক। সোমবার দুপুরে নওগাঁ শহরে এক সংবাদ সম্মেলন করে এসব বলেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান,আমি প্রায় ২৪ বছর যাবৎ নিয়ামতপুর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখার কাজ করি, এবং এক দলিলে দুই মৌজার জমি রেজিস্ট্রি করে আসছি। সাব-রেজিস্ট্রি অফিস থেকেও কোন বাধা আসে নাই। কিন্তু দলিল লেখক সমিতি অসৎ উপায়ে অতিরিক্ত টাকা লাভের আশায়, এখন বাধ্য করছে এক দলিলে এক মৌজার জমি রেজিস্ট্রি করতে। আমি এই সিন্ডিকেট ভাঙতে গেলে দলিল লেখক সমিতির সভাপতি,মোজাফফর হোসেন ও সাধারণ সম্পাদক-দ্বিজেন্দ্রনাথ, বিধি বহির্ভূতভাবে সমিতি থেকে আমাকে সাময়িক বরখাস্ত করেছে। কিছুদিন আগে, চুনিয়াপাড়া ও চন্ডিপুর, দুই মৌজার- জমি একত্রে রেজিষ্ট্রি করার জন্য আমি আবেদন করি। সাবরেজিষ্ট্রি অফিস কর্তৃপক্ষ রাষ্ট্রীয় আইন মোতাবেক উক্ত দলিলটি রেজিষ্ট্রি সম্পন্ন করে। এক দলিলে দুই মৌজার জমি কেন রেজিষ্ট্রি করা যাবে না, সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জানতে চাইলে, তিনি কোন উত্তর না দিয়ে, বলেন আমি কাউকে কোন কৈফিয়ত দিতে যাব না, মন চাইলে তুমি কাজ করো না চাইলে তুমি চলে যেতে পারো। তাদের এ অন্যায় ও স্বেচ্ছাচারিতামূলক সিদ্বান্তে আমি চরমভাবে ক্ষতিগ্রন্থ হয়েছি। এবং আমার পেশাগত জীবনে চরম সমস্যার সৃষ্টি হয়েছে। অথচ যারা দুই মৌজা, তিন মৌজা ও আট মৌজা পর্যন্ত একই দলিলে আট থেকে নয়টি দলিল রেজিস্ট্রি করেছে। তাদেরকে বরখাস্ত করা হয়নি। এবং ১৩ জন দলিল লেখক সনদ বিহীন নিয়ম বহির্ভূত ভাবে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এর অসৎ উপায়ে টাকা ইনকামের জন্য তাদেরকে সমিতিতে রেখেছে। যাহা সম্পূর্ণ বেআইনী কিন্তু তাদের কে বরখাস্ত করা হচ্ছে না। আর আমার বিধি মোতাবেক দলিল লেখক সনদ থাকার পরও তাদের স্বার্থে বাধা আশায় আমাকে। অনৈতিকভাবে সাময়িক বরখাস্ত করেছে। এদের অনৈতিক অবৈধভাবে জনগণের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা থেকে বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানান তিনি। ইতিমধ্যে তিনি জেলা রেজিস্ট্রার সহ উর্ধতন কর্মকর্তাকে লিখিত ভাবে অবহিত করেছেন। এবিষয়ে দলিল লেখক সমিতির সভাপতি ও সাঃসম্পাদক এর সাথে মুঠোফোনে বার বার চেষ্টা করে কোন লাভ হয় নাই। SHARES প্রচ্ছদ বিষয়: