নওগাঁয় সেনাবাহিনীর অভিযানে ৩ টি ককটেল উদ্ধার

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৫

 

নওগাঁঃ

খোরশেদ আলম

নওগাঁ সদর উপজেলার হাপানিয়া বাজার এলাকায় বাংলাদেশ সেনাবাহীনি ৪ ইজ্ঞনিয়ার ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃকর্ণেল মাহমুদুর রহমান পিএসসি, এর নির্দেশে মেজর তাওহীদুল ইসলাম তানিম এর নেতৃত্বে, সেনাবাহিনীর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর উপজেলা হাপানিয়া বাজার এলাকায় আওয়ামী লীগ নেতা, আব্দুল বাকিদ পাভেল এর দোকানে অভিযান চালিয়ে ০৩ টি অবিস্ফোরিত ককটেল, ০৩ টি চাকু, একটি জমির মৌজার নকশা উদ্ধার করেন।

শুক্রবার বৈকাল ৩ ঘটিকায় গোপন সংবাদের এর ভিত্তিতে সেনাবাহিনী কর্তৃক নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া বাজারে আব্দুল বাকিদ পাভেল এর দোকানে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ০৩ টি অবিস্ফোরিত ককটেল, ০৩ টি চাকু, একটি জমির মৌজার নকশা উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনী ৪ ইজ্ঞিনিয়ার ব্যাটালিয়ানের একটি চৌকস দল।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করে ০৩ টি অবিস্ফোরিত ককটেল, ০৩ টি চাকু, একটি জমির মৌজার নকশা উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আরো কিছু তথ্যের ভিত্তিতে আমরা আবরো অভিযান পরিচালনা করছি। এখন পর্যন্ত অভিযান চলমান এবং আইন গত ব্যাবস্হা প্রক্রিয়াধীন।