নওগাঁয় পুলিশের অভিযানে ৪ জন ডাকাত আটক

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৫

 

নওগাঁঃ খোরশেদ আলম

নওগাঁ সদর মডেল থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন ডাকাত আটক। গত রবিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সদর থানাধীন বক্তারপুর ইউনিয়নের দীঘা গ্রামের ছোট ব্রিজের কাছে ১০-১২ জন ডাকাতের দল ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে বিষয়টি নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম কে জানানো হয়।

এমন তথ্য পেয়ে তাৎক্ষনাত নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, এর দিক নির্দেশনায় জেলা পুলিশের চৌকস পুলিশ টিম সদর থানার ভারপ্রাপ্ত চৌকস কর্মকর্তা (ওসি) মোঃনূরে আলম সিদ্দিকী এর নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালান এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালানোর চেষ্টাকালে তাদের ৪ জনকে আটক করা হয় এবং অন্যরা পালিয়ে যায়।

আটককৃতরা হলেন, নওগাঁ জেলা সদর উপজেলার আলেদাদপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে দুলাল হোসেন (২৬), আবুল আসাদের ছেলে কামরুজ্জমান (১৯), গাজীপুর গ্রামের হোসেনের ছেলে জালাল (২০) ও মরু বক্সের ছেলে ফারুক হোসেন (২০)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ৫ টি লাঠি, একটি কালো রংয়ের জিকচার মোটরসাইকেল যার রেজিঃ নং-নওগাঁ ল-১৩-৬৯৯৮ (রেজিঃ নাম্বার কালো স্কচটেপ দিয়ে ঢাকা) জব্দ করা হয়।

বিষয়টি প্রেস ব্রিফিং এর মাধ্যমে নিশ্চিত করেছেন নওগাঁ জেলা সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম।