নওগাঁয় পালিত হলো বাংলাদেশ প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল।

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৫

 

নওগাঁঃ খোরশেদ আলম

বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার উদ্যোগে পালিত হলো আলোচনা সভা ও ইফতার মাহফিল।
গত ২৩ মার্চ রোজ রবিবার নওগাঁ সদর উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়,উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার আহবায়ক কাজি নূরনবী নাইচ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃআহসানুল হক,বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন,মুক্তি যোদ্ধা কমান্ডার, বীরমুক্তি যোদ্ধা মোঃআফজাল হোসেন বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগের সভাপতি মোঃহালিম মন্ডল, সাঃসম্পাদক হাসান ঈমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃহাফিজুর রহমান, মোঃখোরশেদ আলম সভাপতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন(BMUJ)নওগাঁ জেলা শাখা, মির্জা তুষার আহম্মেদ, দপ্তর সম্পাদক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখা। সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক মোঃআলমগীর। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার এহসানুল হক বলেন রমজান মাস রহমতের মাস, এই সংগঠন ভবিষ্যতে দেশ ও জাতির পাশে থেকে কাজ করতে পারে এবং সংগঠনের সার্বিক উন্নতি কামনা করে তার বক্তব্য শেষ করেন। ইফতারের পূর্বে মাওলানা মির্জা তুষার দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করেন। এসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত থেকে এক সাথে ইফতার গ্রহন করেন।