নওগাঁয় এক টাকার বিনিময় ফ্রেন্ডস প্যানেলের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫

নওগাঁঃ খোরশেদ আলম

১৭/১/২৫ নওগাঁতে সারাদেশের ন্যায় চলছে কনকনে শীত। পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র ও মধ্যবিত্ত শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস প্যানেল। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৪ টায় নওগাঁ শহরের পার নওগাঁ মুখ বধির স্কুল প্রাঙ্গণে ১শত শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় সংগঠনের উপদেষ্টা আব্দুল মান্নান, মানস চৌধুরী, সভাপতি রিমন আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সদস্য সাজিদ হাসান, মানব চৌধুরী সহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। জানা যায়, ফ্রেন্ডস প্যানেল প্রতিষ্ঠার পর থেকে ১২৮ সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। প্রতি শুক্রবার তারা এক টাকার বিনিময়ে হতদরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করে আসছে। এছাড়া রমজান মাস, ঈদ ও পূজা-পার্বণে মুসলিম ও হিন্দু অসহায় মানুষদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করে। সংগঠনের উপদেষ্টা আব্দুল মান্নান বলেন, আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছে যারা শীতে কষ্ট পান, কিন্তু প্রকাশ্যে সাহায্য চাইতে পারেন না। আমরা চাই, তাদের জন্য সম্মানের সঙ্গে সহযোগিতা পৌঁছে দিতে। এক টাকার বিনিময়ে কম্বল বিতরণের উদ্যোগের মূল উদ্দেশ্য এখানেই। আরেক উপদেষ্টা মানস চৌধুরী বলেন, এই আয়োজন মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি ছোট্ট প্রয়াস। আমরা আশা করি, এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং অন্যরাও এগিয়ে আসবে। সংগঠনের সভাপতি মোঃ রিমন আলী বলেন, আমরা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। এই শীতবস্ত্র বিতরণ আমাদের ধারাবাহিক কার্যক্রমেরই একটি অংশ। আমাদের লক্ষ্য, সামর্থ বানেরা যেন আরও বেশি করে এই ধরনের কাজে এগিয়ে আসেন। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন,আমাদের উদ্যোগ শুধুমাত্র সাময়িক সহযোগিতা নয়, বরং এটি সমাজে সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা। আমরা চাই, প্রতিটি মানুষ অন্যের জন্য কিছু করতে উৎসাহী হয়ে উঠুক। কম্বল পেয়ে উপস্থিত শীতার্ত ব্যক্তিরা বলেন, এই শীতে বাহিরে বের হওয়া কঠিন হয়ে গেছে। শীতবস্ত্রের অভাবে অনেক কষ্ট হচ্ছিল। এখানে কম্বল পেয়ে শীত কাটানোর কিছুটা স্বস্তি পেলাম। এই সংগঠনটি যেভাবে আমাদের মতো দরিদ্রদের পাশে দাঁড়াচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।ফ্রেন্ডস প্যানেলের এই উদ্যোগ নওগাঁর শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা এবং আশার আলো জ্বালিয়েছে। তাদের ধারাবাহিক মানবিক কার্যক্রম নওগাঁর অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের জন্যও অনুপ্রেরণার উৎস হতে পারে। সমাজের প্রত্যেক সামর্থ বান মানুষই যদি এমন উদ্যোগে অংশ নেন, তাহলে কোনো শীতার্ত মানুষকে আর কষ্ট করতে হবে না।