ধর্ষন মামলার বাদীর সংবাদ সম্মেলনঃ মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন, অভিযুক্ত আপেল মাহমুদকে নিয়ে শান্তিতে থাকতে চান সাদিয়া’ দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৫ শিবচর মাদারীপুর প্রতিনিধিঃ মো: রিয়াজ রহমান সম্প্রতি ‘নার্সকে অপহরন ও ধর্ষনের অভিযোগে ক্লিনিক মালিক গ্রেপ্তার’ নিয়ে একাধিক মিডিয়াতে সংবাদ প্রকাশ হয়। এই সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ওই নার্স নিজেই। বৃহস্পতিবার(২ এপ্রিল) দুপুরে শিবচরে সাংবাদিকদের কাছে তিনি লিখিত বক্তব্য দেন। এসময় নার্স সাদিয়া বলেন,’তাকে একটি কুচক্রি মহল জিম্মি করে স্বাক্ষর নেয়। মামলার ভয় দেখিয়ে ২৪ হাজার টাকাও আদায় করে। এরপরও আমার স্বাক্ষর দিয়ে মামলা করে। আমার স্বামী আপেল মাহমুদ ঝামেলা থেকে বাঁচতে ওই মহলকে টাকাও দিয়েছে। এবং বিষয়টি মিমাংসার জন্য আপেল মাহমুদ পুলিশের নিকট গেলে পুলিশ তাকে মিথ্যা মামলায় আটক দেখিয়ে জেল-হাজতে পাঠায়। পরে আমি নিজে গিয়ে তার জামিনের ব্যবস্থা করে তাকে ছাড়িয়ে আনি। এ নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। যার ফলে আমরা বিব্রতকর অবস্থায় রয়েছি। আপেলের সাথে দীর্ঘদিন সম্পর্ক থেকে অবশেষে আমরা বিয়ে করি। সে আমার স্বামী। আমরা দেশবাসীকে জানাতে চাই, আমরা স্বামী-স্ত্রী। আমরা স্বাভাবিক জীবন-যাপন করতে চাই। আমাদের নিয়ে ওই কুচক্রি মহলটি এখনো নানা অপপ্রচার করে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এবং আমাদের কাছ থেকে যে টাকা নিয়েছে তা ফেরত চাই।’ SHARES প্রচ্ছদ বিষয়: