আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ
সুনামগঞ্জের তাহিরপুরে মরহুম আর্মি উসমান গণি স্মৃতি নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পুরান লাউড় পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। যুব সমাজকে খেলার প্রতি আগ্রহী করার লক্ষ্যে যুব সমাজে উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সেনা সদস্য বিএনপি নেতা কায়রাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন ও খেলা শেষে বিজয়ী-বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
এসময় তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জল, ইসলামগঞ্জ কলেজের প্রভাষক ফজলুল হক দোলন, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল, পরিচালনা কমিটির সদস্য জসিম উদ্দিন, আব্দুর রহমান, মামুন আহমেদ, আব্দুল্লাহ্, আক্তার হোসেন-সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় পুরান লাউড় পূর্ব জিনুক স্পোর্টিং ক্লাব ও সিলেটের বিশ্বনাথ স্পোর্টিং ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। পুরান লাউড় পূর্ব জিনুক স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সিলেটের বিশ্বনাথ স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টে মোট ৬৪টি দল অংশগ্রহণ করেছিল।