তালতলীতে জেলেদের বিশ্রামাগার ও লাইট হাউজ উদ্বোধন দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫ তালতলী প্রতিনিধি।। বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড়ে সমুদ্র উপকূলে নির্বিঘ্নে সকল মাছ ধরা ট্রলার চলাচল করতে লাইট হাউজ ও জেলেদের বিশ্রামাগার উদ্বোধন করা হয়েছে। শনিবার(১৮ জানুয়ারী) উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের শুভসন্ধ্যার তিন নদীর মোহনায় এ লাইট হাউজ ও জেলেদের বিশ্রামাগার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা। প্রকল্পটি আর্থিক সহযোগিতা করেন দি শেয়ার ট্রাস্ট, টেকনিক্যাল সহযোগিতায় স্টার্ট ফান্ড বাংলাদেশ,সার্বিক সহযোগিতায় জাগোনারী ও বাস্তবায়নে রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা (আরএসডিও)। জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন,রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা (আরএসডিও) নির্বাহী পরিচালক মি.মংচিন থান,ওয়াটারকিপার বাংলাদেশ তালতলী-আমতলীর সমন্বয়ক আরিফুর রহমান, তালতলী প্রেসক্লাবের সভাপতি মো. খাইরুল ইসলাম আকাশ, সাংবাদিক ফোরামের সভাপতি হাইরাজ মাঝি,ইউপি সদস্য আব্দুল লতিফ নান্টু, পায়রা নদী ইলিশ রক্ষা কমিটির সভাপতি শাহাজান শেখসহ জেলে ও বিভিন্ন পেশাজীবি মানুষ।উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সুন্দরবন কলিশন টেকনিক্যাল অফিসার আল মামুন। মংচিন থান SHARES সারা বাংলা বিষয়: