.
কক্সবাজার জেলা প্রতিনিধি
টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক পৌরসভার কেকে পাড়া এলাকায় ব্যানার টাঙিয়ে কোন ধরণের স্থাপনা নির্মাণ করা নিষিদ্ধ করার আদেশ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ২ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী জমি পরিদর্শনে এসে এ নিষেধাজ্ঞা দেন।
এতে বলা হয় নিম্ন তপশীলোক্ত জমি ভি.পি মামলা নং-১৬৬১৯৬৯-৬৯ ইং মূলে "ক" তপশীলভুক্ত ভি.পি সম্পত্তি হয়। উক্ত জমিতে কোন ধরণের স্থাপনা নির্মাণ করা নিষিদ্ধ। আইন অমন্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।
তপশীল: জেলা: কক্সবাজার, উপজেলা: টেকনাফ, মৌজা: টেকনাফ আরএস দাগ নং: ৫৫৬০, ৫৫৬৪, বিএস দাগ নং: ৪৫৩, ৪৫৪, দিয়ারা খং নং: ২০৭, দিয়ারা দাগ নং: ৯২৫, জমি: ০.১২০০ একর
এদিকে উক্ত সংবাদ প্রচারের জন্য ছবি ভিডিও করতে গেলে টেকনাফ পৌরসভার কে কে পাড়ার চিহ্নিত ভূমিদস্যু সন্ত্রাসী শওকত আলী, ভূমিদস্যু লিয়াকত আলী, ভূমিদস্যু ও ভুমির কাগজ জাল জালিয়াতি চক্রের সদস্য আশরাফ আলী, ইয়াবা কারবারি তৈয়ব আলী সাংবাদিকদেরকে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ধাওয়া করেন।
জানা যায়, ভূমিদস্যু আশরাফ আলী হচ্ছে আওয়ামী লীগের সাবেক এমপি বদির ও তার ভাই মৌলভী মুজিবের সিন্ডিকেটের সদস্য।
তাদের বিরুদ্ধে অনেক মামলা ও ভূমির কাগজ জাল জালিয়াতির অভিযোগ রয়েছে। আশরাফ আলীর বিরুদ্ধে বৌদ্ধ সম্প্রদায়ের জমির ভুয়া কাগজপত্র সৃজন করে জবর দখলের অভিযোগে আদালতে মামলা চলমান। তার ভাই তৈয়ুব আলী ও শওকত আলী ইয়াবা কারবারি। তাদের একটি বিশাল সিন্ডিকেট রয়েছে। তারা এসব অপকর্ম করে বহু টাকার মালিক হয়েছে।
সাংবাদিক এস এন কায়সার জুয়েল ও মোহাম্মদ আলমগীর আকাশ জানান, সরকারি জায়গায় ভবন নির্মাণ কাজ বন্ধ করতে এসিল্যান্ড ও পুলিশের সাথে আমরাও নিউজ কভারেজে যায়।
প্রশাসন চলে যাওয়ার সাথে সাথে আমরা পাঁচ জন সাংবাদিককে ভূমিদস্যু সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা করতে দৌড়ে আসে এবং আমাদেরকে মেরে ফেলার হুমকি দেয়।
এসময় ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করায় বাংলাদেশ নৌবাহিনীকে অবগত করতে তাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আভিযান চলমান রেখেছে।