টুঙ্গিপাড়ায় উল্লাস করে বসতবাড়ি আগুনে পুড়িয়ে দিল দুর্বৃত্তরা। দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, মে ১২, ২০২৫ এ জেড আমিনুজ্জামান রিপন: গতকাল রোববার (১১ই মে) সকাল আনুমানিক ১০টার সময় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের দক্ষিণ কুশলী গ্রামের মৃত. পাচু মিয়া শেখর পুত্র মো. সায়েম শেখ (৬০) এর বসত ভিটার একটি ঘর পুড়িয়ে দেয় এলাকার কথিত সন্ত্রাসী ও ভুমিদস্যূ চাঁন মিয়া ও তার সহযোগী আব্দুল্লা শেখ, নওশের শেখ ও আরিফ শেখ। সন্ত্রাসী চাঁন মিয়া শেখ টুঙ্গিপাড়া উপজেলার প্রভাবশালী শ্রীরামকান্দি গ্রামের বাসিন্দা হওয়ায় তাদের ভয়ে কেই কথা বলেনা। এই সন্ত্রাসী বাহিনী কিছুদিন পূর্বে একই এলাকার ইউপি সদস্য ফায়েকের জায়গা অবৈধ দখল করে। সে ব্যপারে বিভিন্ন জাতীয় পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশ পায়। বিগত সরকারের আমলে এই চাঁন মিয়া টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক এর ছত্রছায়ায় জায়গা দখল সহ নানা ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত করে। বর্তমানে সে ও তার সহযোগীরা বিএনপিরে নেতা পরিচয়ে একইরুপে কাজ চালিয়ে যাচ্ছে। টুঙ্গিপাড়া থানায় এই চাঁন মিয়ার জায়গা জবর দখল করাকে কেন্দ্র করে আগেও অভিযোগ হয়েছে। সন্ত্রাসীরা মেরে ফেলার হুমকি দিলে পরিবারের নিরাপত্তা ও বিচারের দাবিতে একটি অভিযোগ দায়ের করতে সায়েম শেখ বের হলে, সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তার বসতভিটায় আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। লিখিত অভিযোগে চাঁন মিয়া, আব্দুল্লাহ শেখ, নওশের শেখ ও আরিফ শেখকে অভিযুক্ত করেন ভুক্তভোগী। অভিযোগ সূত্রে আরো জানা যায়. সম্পত্তির দলিল এবং রেকর্ড ভুক্তভোগীর নামে। তার এই সম্পত্তির মধ্যে ৪ শতাংশ দাবি করে এবং জোর পূর্বক ভোগ দখলের পাঁয়তারা কেড়েছে বহুদিন ধরে।গতকাল ১১ই মে সকাল আনুমানিক ১০ টার সময় সকল বিবাদীগন আমার বসত বাড়ির সামনে এসে তাকে উদ্দেশ্যে করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সে গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদীন তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাথাড়ি ভাবে মারপিট করে। এবং তার বসত ঘর ভাঙার জন্য বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। একপর্যায়ে ওরা তার বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। স্থানীয় লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিস টিমকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পুড়ে অনুমান ২,৫০,০০০ টাকার ক্ষতি সাধন করাসহ ওরা সোয়েম শেখ ও তার পরিবারের সদস্যদের মেরে লাশ গুম করে ফেলবে বালিয়া প্রকাশ্যে হুমকি প্রদান করে। এই সকল রূপ বদলানো সন্ত্রাসী ও ভূমিদস্যু নেতাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন বলে মনে করছে এলাকার সাধারণ জনগণ। ব্যাপারটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি একান্ত কামনা করছে ভুক্তভোগী ও এলাকাবাসী। SHARES প্রচ্ছদ বিষয়: