জুলাই অভ্যুত্থানে ৮৫৯ শহীদের তালিকা পাঠানো হবে মন্ত্রিপরিষদে দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪ CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82? অনলাইন ডেক্সঃ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ৮৫৯ জন শহীদের তালিকা করা হয়েছে। আগামী সোমবারের মধ্যে এ তালিকা মন্ত্রিপরিষদে পাঠানো হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গত বৃহস্পতিবার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসন শীর্ষক সভায় এ তথ্য জানান মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। শুক্রবার ওই সভার তথ্য জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। সভাপতির বক্তব্যে সায়েদুর রহমান সভায় বলেন, এটি সর্বশেষ তালিকা নয়। এখনও আহত-নিহতদের তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলছে। আরও শহীদদের তথ্য পাওয়া গেলে এ তালিকায় যুক্ত হবে। হয়েছে কোনো অবস্থাতেই আহত রোগীদের যেন নিজ অর্থে চিকিৎসার কিছু কিনতে না হয়। এমনকি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খাবারের মানোন্নয়নে বরাদ্দ বাড়াতে অর্থ মন্ত্রণালয়ে চিঠিও দেওয়া হয়েছে বলেও জানান, স্বাস্থ্য সচিব সাইদুর রহমান। গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা খন্দকার জহিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ৮৫৯ শহীদের তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্ট থেকে পেয়েছি। এটা যদিও চূড়ান্ত নয়। এ বিষয়ে কাজ চলছে। সভায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম জানান, এ পর্যন্ত ৫২৫ শহীদ পরিবার এবং ১ হাজার ৪১০ আহতকে ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা সচিব ডা. সারোয়ার বারী, সমাজকল্যাণ সচিব ড. মো. মহিউদ্দিন, মুক্তিযুদ্ধবিষয়ক সচিব ইসরাত চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন প্রমুখ। SHARES প্রচ্ছদ বিষয়: