আজিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের যুব সমাজও প্রবাসীদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হযেছে।
আজ (২৮ মার্চ) শুক্রবার বেলা তিন ঘটিক জীবননগর হাসাদাহ মাঝেরপাড়া যুবসমাজ উদ্যোগে, ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জীবননগর বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক শ্রী যাদব কুমার, সাবেক মেম্বার সাইফুল ইসলাম টপি, ইমদাদুল হক কৃতি সন্তান হাসাদাহ বর্তমান মেম্বার হাবিবুর রহমান, হাসাদাহ বালিকা বিদ্যালয় শিক্ষক লুৎফর রহমান, হাসাদাহ বালিকা বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সবুর, সার্বিক পরিচালনায় সোহাগ মিয়া, নাঈম উদ্দিন, আশিকুর রহমান, দেলোয়ার, ইমন, রাজু, ইকবাল, শাকিব, সিয়াফ , রতন, রাফি, সেন্টু, শামীম, আশাবুদুল্লাহ, সুমন, জুলু, টুটুল, মনির। আরো অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।