জীবননগরে বাজার পরিদর্শন ও মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানে অর্থদন্ড

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫

আজিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ

আজ(০৩ মার্চ) বিকাল ০৩.০০ থেকে ৪.৩০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা  বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,  জীবননগর কর্তৃক বাজার পরিদর্শন ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ২ টি মুদিখানার দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং একটি মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন করায় সংশ্লিষ্ট দোকান মালিকগণকে মোট ৩ টি মামলায় সর্বমোট ৬,০০০ (ছয় হাজার টাকা) অর্থদন্ড প্রদান করা হয় এবং পুনরায় এরূপ অপরাধ না করার জন্য সতর্ক করা হয়।

এছাড়াও কিছু দোকানে মেয়াদোত্তীর্ণ মালামাল পাওয়ায় তা বিনষ্ট ও জব্দ করা হয়।

এইসময় সহযোগিতায় ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, জীবননগর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী (পুলিশ) বাহিনীর একটি দল।