জীবননগরে বাঁকা ইউনিয়নের বিএনপির সিনিঃ সহসভাপতি খাদেমুল ইসলাম খোকন চক্রন্তের শিকার দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫ আজিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মোঃখাদেমুল ইসলাম খোকন এর পক্ষে এলাকা বাসির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির সিনিয়র সহসভাপতির দাবি কোনো কুচক্রিমহল তাঁর সুনাম নষ্ট করার জন্য জৈব সার কেলেঙ্কারির মতো ঘটনা সাজিয়েছে এ ব্যাপারে তাঁর বক্তব্য সাংবাদিকদের কাছে তুলে ধরে বলেন, আসসালামু আলাইকুম, প্রিয় সাংবাদিকবৃন্দ ও ফেইসবুক ফ্রেন্ডগণ আশা করি সকলে ভালো আছেন আমি মোঃ খাদেমুল ইসলাম খোকন সিঃ সহ সভাপতি বাঁকা ইউনিয়ন বি,এন,পি সাবেক। আমি একজন বি,এন,পি,র সাধারণ কর্মী হিসাবে থাকতে চাই। আমাকে বহিষ্কার করেছে,এতে আমার কোনো দুঃখ নেই প্রানের সংগঠন বি,এন,পি,র কোন নেতার প্রতি অভিযোগ নেই।বরং আছে নেতাদের প্রতি অঘাত সম্মান ও ভক্তি শ্রদ্ধা। কিন্তু একটি ব্যাপারে আমি কষ্ট পেয়েছি, আমাকে নিয়ে কিছু অতি উৎসাহী ব্যাক্তি আমার নাম ব্যাবহার করে সম্মানিত নেতৃত্বের দিকে বাজে ইসারা ইংগিত দিয়েছেন যে টি আদৌও আমার কোন লেখা নই।ঔ লেখা সম্পুর্ন মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদেশ্য প্রনদিত। আমি এই ধরনের জগন্য কাজকে ঘৃর্ণা করি। এবং এধরনের জগণ্য তম কাজ যে বা যাহারা করেছে, তাদের সাংগঠনিক ব্যাবস্থাও আইনের আওতায় নিয়ে শাস্তির দাবি করছি। জিবননগর উপজেলা, চুয়াডাঙ্গা জেলার বি,এন,পির সকল নেতাদের প্রতি আমার বিশ্বাস বিজ্ঞ নেতারা তাদের সুচিন্তিত মতামত দিবেন। SHARES সারা বাংলা বিষয়: