জামালপুর জেলার সুশীল সমাজের সাথে রেঞ্জ ডিআইজি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ

জামালপুর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে বুধবার (১১ ডিসেম্বর, ২০২৪ খ্রি.) জেলার সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম,
এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড.মোঃ আশরাফুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, জামালপুর, হাছিনা বেগম; ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান (পিএসসি); কমান্ডার, সিপিপিসি-০১ (র‍্যাব-১৪), জামালপুর; বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি, জেলা কমান্ড্যান্ট, আনসার ভিডিপিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জামালপুর।

মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত প্রদান করেন এবং ডিআইজি’র নিকট প্রত্যাশিত সেবা প্রাপ্তীর লক্ষ্যে বিভিন্ন দাবি ও পরামর্শ উত্থাপন করেন।

ডিআইজি ড.মোঃ আশরাফুর রহমান তাঁদের সবার বক্তব্য মনোযোগ সহকারে শুনে পরবর্তী ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন এবং সমাগত শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস, থার্টি ফার্স্ট নাইট ও নিউ ইয়ার নির্বিঘ্নে উদযাপনের স্বার্থে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন।

এসময় ডিআইজি উপস্থিত সকলকে পুলিশে কাজে সর্বাত্মক সহোযোগিতা করার আহবান জানান। চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং আগামী দিনগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলেই সার্বিক সহযোগিতায় একাত্বতা প্রকাশ করেন।