সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের চোরাকারবারির মূল হোতা নাশকতা মামলার আসামি আব্দুর রউফকে সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুর রউফ উপজেলার সীমান্তবর্তী কলাগাঁও গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। শনিবার সন্ধায় সীমান্তবর্তী কলাগাঁও বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের একটি চৌকস টিম।
পুলিশ জানায়, তাহিরপুর সীমান্তের কলাগাঁও, জঙ্গলবাড়ি, লামাকাটা, চারাগাঁও, বাঁশতলা, লালঘাট-সহ বিভিন্ন স্পট দিয়ে ভারত থেকে চোরাইপথে আসা অবৈধ কয়লা, চিনি, মাদক বাবদ চোরাকারবারিদের কাছ থেকে পুলিশ-সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নাম ভাঙ্গিয়ে মোটা অংকের চাদাঁ আদায় করতো আব্দুর রউফ। আওয়ামীলীগের প্রভাবে তার বিরুদ্ধে কেউ ভয়ে মুখ খুলতো না, আতঙ্কে থাকতো। ৫ আগষ্টের পূর্বে সে ছাত্র-জনতার আন্দোলনে হামলা, মারপিট সহ নাশকতাও করতো। তার অত্যাচারে সীমান্তবাসী অতিষ্ঠ।
তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাহিরপুর থানার নাশকতার একটি মামলায় তাকে আটক করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে থানায় চোরাচালানি মামলা রয়েছে। আগামীকাল রবিবার তাকে আদালতে পাঠানো হবে।