আজিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে ‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা সরকারি গ্রন্থাগার, চুয়াডাঙ্গার আয়োজনে আজ (০৫ ফেব্রুয়ারি) ২০২৫ তারিখ সকাল ১১টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি বাড়তি বেশি বেশি করে বই পড়ার পরামর্শ দেন। মোবাইল কিংবা গেমে আসক্ত না হয়ে জ্ঞান অর্জনের জন্য বেশি বেশি করে গ্রন্থাগারে যেয়ে বই পড়ার আহ্বান জানান। দিবস উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন, বইপড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা; প্রফেসর মোঃ সিদ্দিকুর রহমান, সাবেক অধ্যক্ষ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা;
ডঃ মুন্সি আবু সাইফ, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা; সভাপতিত্ব করেন জনাব নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) চুয়াডাঙ্গা।