চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন- কবির সভাপতি-ভুট্টো সম্পাদক

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪

 

আরফাত হোসেন-  উপজেলা প্রতিনিধি:

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যাণ সমিতির ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ১৯ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের কনফারেন্স হলে সমিতির সভাপতি আবিদ হোসেন মানু’র সভাপতিত্বে আয়োজিত সভায় আগামী ৩ বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সামান্তা গ্রুপের চেয়ারম্যান এম আইনুল কবির সভাপতি, হোসেন কনস্ট্রাকশন’র চেয়ারম্যান হোসেন উদ্দীন আহমদ (ভুট্টো)কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন উপদেষ্টা মো. আইয়ুব কুতুবী, আবিদ হোসেন মানু, সহ-সভাপতি মোহাম্মদ ইউনুচ, মো. নুরুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক জেএস এন্টারপ্রাইজ এর চেয়ারম্যান মো. সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক জহির আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আসহাব উদ্দীন ভুইয়া, অর্থ সম্পাদক চৌধুরী ট্রেডার্স এর চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন চৌধুরী, প্রচার সম্পাদক আরফা এন্টারপ্রাইজ এর চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, সদস্য যথাক্রমে মো. মাহাবুবুল আলম, সাইফুর রহমান, আতিকুল হক চৌধুরী, নুরুল আমিন। নব-গঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবদুল্লাহ আল নোমান পারভেজ, উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ রাফিজ বিন মনজুর, উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ, উপ-সহকারী প্রকৌশলী সুবাস চন্দ্র শীল প্রমুখ। সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয় এবং সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।