মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ সংবাদদাতা
গাজায় ইসরাইলী হামলায় নারী শিশু সহ গণ হত্যার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে ।
তাওহীদী জনতার আয়োজনে মার্চ ফর প্যালেষ্টাইন কর্মসূচীর অংশ হিসেবে আজ শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকা- সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয়মোড়ে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা এনায়েত উল্লাহ ভৈরবী।
মাওলানা আবু তাহের, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ রুবেল হোসেন,ভৈরব উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, ভৈরব বিশ্ব বিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি সিয়াম মিয়া প্রমূখ। উক্ত কর্মসূচীকে সমর্থন জানিয়ে অংশ গ্রগন করেন আইন সহায়তা কেন্দ্র আসক ও ন্যাশনাল প্রেস সোসাইটি এনপিএস গণ মাধ্যম ও মানবাধিকার সংস্থা সহ ভৈরবের বিভিন্ন সামাজিক সংগঠন এর সদস্যবৃন্দ।
এ সময় তারা ইসরাইলী পণ্য বয়কট এবং ইসরায়েলের সাথে বাংলাদেশ সরকারের সকল চুক্তি বাতিল করার জন্য সরকারের কাছে অনুরোধ জানান। জুম্মার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে তাওহীদী জনতা বিক্ষোভ মিছিল নিয়ে ভৈরব দূর্জয় মোড়ে এসে সমবেত হয়।