আহমেদ সাব্বির গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ইউনিয়নের সংরক্ষিত আসনের বর্তমান মহিলা সদস্যা সুফিয়া খাতুন ‘আল্লাহু আকবর’ ধ্বনিকে জঙ্গি স্লোগান বলে অপমানজনক মন্তব্য করেন। একজন সচেতন যুবক এর প্রতিবাদ করলে, তাকে নানা কুৎসা রটিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করে সুফিয়ার মেয়ে মৌসুমি আক্তার ও নাতনি হ্যাপি আক্তার।
স্থানীয়রা জানান, সুফিয়া খাতুন পূর্বে পতিত আওয়ামী সরকারের আমলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন (দোদুল) এবং সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিনের সহযোগিতায় সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হন।
সরকার পতনের পর গত বছরের ৫ আগস্ট থেকে সুফিয়া খাতুনের বিভিন্ন ইসলামবিদ্বেষী মন্তব্য ও আচরণ এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। যখন একজন যুবক সাহস করে প্রতিবাদ জানায়, তখনই তার উপর নামে সোস্যাল মিডিয়ায় চরিত্র হননের অভিযান। মৌসুমি ও হ্যাপি আক্তার প্রকাশ্যে কুরুচিকর ভাষায় গালাগালি করে, যা একজন সচেতন মুসলমান ও সমাজের সদস্য হিসেবে মোটেই গ্রহণযোগ্য নয়।
এলাকাবাসী সুফিয়া ও তার পরিবারের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ—এই পরিবার ধর্মীয় অনুভূতিতে আঘাত করে শুধু ব্যক্তি নয়, গোটা মুসলিম সমাজকে অপমান করেছে।
উল্লেখ্য, সুফিয়া খাতুন গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী।