গন অধিকার পরিষদের অগ্নিকন্যা শিবচরের জাহানারা ইসলাম কে ফরিদপুর বিভাগের সমন্বয়কের দায়িত্ব প্রদান।

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, মে ২১, ২০২৫

 

শিবচর মাদারীপুর প্রতিনিধি-
মোঃ রিয়াজ রহমান

স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাহসী সৈনিক অগ্নিকন্যা গন অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নারী বিযয়ক সম্পাদক জাহানারা ইসলাম কে ফরিদপুর বিভাগীয় সমন্বয়ক এর দায়িত্ব প্রদান করা হয়েছে।
গত ২০ মে গন অধিকার পরিষদের নির্বাহী কমিটির জরুরি আলোচনা সভায় বিভাগীয় কমিটি পূর্ণ গঠনের সিদ্ধান্ত নেয়া হলে ফরিদপুর বিভাগীয় কমিটি সমন্বয়ক হিসেবে জাহানারা ইসলাম কে দায়িত্ব প্রদান করে দলের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান এর স্বাক্ষরিত পত্রে জানানো হয়।
দলীয় সূত্রে জানা যায় দির্ঘদিন জ্বাবত সৈরাচার আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলনে জাহানারা ইসলামের যথেষ্ট ভূমিকা রয়েছে, দলের প্রধান নূরুল হক নূর এর সাথে রাজপথে আন্দোলন করে পুলিশ ও আওয়ামী বাহিনির হাতে নির্যাতনের শিকার হয়, আন্দোলন ও মিছিলের নগরী ঢাকার অলিগলি রাজপথে সকলের নিকট অগ্নিকন্যা খ্যাত জাহানারা যথেষ্ট গ্রহন যোগ্যতা রয়েছে এবং ইতিপূর্বে ও তার নিজের এলাকা শিবচর সহ বিভিন্ন যায়গায় দল কে সুসংগঠিত করে আন্দোলন সংগ্রাম করেছেন বলে জানা যায়,
এদিকে জাহানারা ইসলাম কে ফরিদপুর বিভাগীয় কমিটির সমন্বক করায় শিবচর বাশি দলের প্রধান নূরুল হক নূর কে শুভেচ্ছা জানিয়েছেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।