খুব শীঘ্রই পাবনা প্রেসক্লাবে ধেয়ে আসছে বিষাদের ছায়া

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৪

স্টাফ রিপোর্টার।।

খুব শীঘ্রই পাবনা প্রেসক্লাবে ধেয়ে আসছে বিষাদের ছায়া

১৯৬১সালে গঠিত হলেও আজ পর্যন্ত পাবনা প্রেসক্লাবে করা হয়নি সরকারি কোন নিবন্ধন। সেই অর্থে এটি একটি বে আইনী প্রতিষ্ঠান।

১৩ লাখ ৮৩হাজার ৬শ ৬৩টাকা বিদ্যুত বিল ও প্রেসক্লাব ভবনের ১০লাখ টাকা লিজমানি বকেয়া থাকার পরেও বিদ্যুত সংযোগ বহাল এবং প্রেসক্লাবে সদস্যদের সরব অবস্থান। অর্থাৎ এটি একটি জবর দখলকারি প্রতিষ্ঠান।

বিগত ৬৩বছর এই প্রেসক্লাবের নামে কোটি কোটি টাকা আমদানি হলেও লীজমানির টাকা জমা এবং বিদ্যুত বিল পরিশোধের কথা ভাবেনি কেউ। অথচ প্রেসক্লাবের নাম ভাঙ্গিয়ে কর্মকর্তাদের অনেকেই হয়েছেন বিপুল অর্থ সম্পদের মালিক।

নিজ সন্তান, আত্মীয়-স্বজন ও লেজুর বৃত্তি করা পছন্দের লোকদের সদস্য করে পাবনা প্রেসক্লাবকে পারিবারিক প্রতিষ্ঠানের মত একটি প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। নির্বাচনের সময় আলাদা প্যানেল দেখা গেলেও এদের মধ্যে মূলত কোন বিরোধ নেই। এদের নির্বাচন হলো একটি পাতানো খেলা। পেশাদার সাংবাদিকদের সদস্য না করে পাতানো খেলার নির্বাচন প্রহসন ছাড়া আর কিছুই নয়।

প্রতিপক্ষের হামলার ভয়ে বিপুল সংখ্যক পুলিশ দিয়ে প্রেসক্লাব ঘিরে রেখে পাতানো খেলার নির্বাচন করে বিজয় লাভের মধ্যে আনন্দ-উল্লাস করার কিছু নেই। আইনী প্রক্রিয়ায় খুব শীঘ্রই এই আনন্দ-উল্লাস এর বিপরীতে ধেয়ে আসছে বিষাদের ছায়া বলে জানান, পাবনা বৈষম্য বিরোধী সাংবাদিক সমাজের আহবায়ক আলহাজ্ব ডাঃ আব্দুস সালাম।