কিশোরগঞ্জের কুলিয়ারচরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ২৭ ফেব্রুয়ারী,এম এ হালিম,বিশেষ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । বিদ্যালয়ের আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুলিয়ারচর পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ রফিকুল ইসলাম , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ মুশফিকুর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি তাজিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর মোঃ কাজল ভূইয়া প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নাছের মোঃ আবদুল্লাহ। এ সময় তিনি অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন । অনুষ্ঠানে বক্তব্য শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে। SHARES প্রচ্ছদ বিষয়: