কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সার্বিক সহযোগিতায় রাশিয়ান নাগরিকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও মূল্যবান কাগজপত্র উদ্ধার দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৫:৪৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ Oplus_131072 কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সার্বিক সহযোগিতায় রাশিয়ান নাগরিকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও মূল্যবান কাগজপত্র দুইদিন অক্লান্ত পরিশ্রমের পর উদ্ধার হয়েছ| গত ২৩/০২/২০২৫ তারিখ রাশিয়া থেকে আগত মিস মনিকা কবির তার বিদেশি টাকা, ভিসা কার্ড, রাশিয়ার আইডি কার্ডসহ ব্যক্তিগত মানিব্যাগ কক্সবাজারে ঘুরতে এসে টমটমে ঘুরা অবস্থায় হারিয়ে ফেলেন। পরবর্তীতে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের একটা বিশেষ টিম অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের নির্দেশনায় মাত্র দুইদিনের মধ্যে রাশিয়ান নাগরিকের হারিয়ে যাওয়া বিদেশি টাকা সহ মানিব্যাগটি উদ্ধার করতে সমর্থ হয়। রাশিয়ান নাগরিককে তার মানিব্যাগটি বুঝিয়ে দেওয়া হয় এবং তিনি ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এ ব্যাপারে আপেল মাহমুদ বলেন কক্সবাজারের টুরিস্টদের জানমালের নিরাপত্তাই আমাদের পুলিশ দিনরাত অবিরাম পরিশ্রম করে যাচ্ছে এবং ছিনতাই কারী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে|অর্থাৎ টুরিস্টদের নিরাপত্তায় ২৪ ঘন্টা কক্সবাজার টুরিস্ট পুলিশ | SHARES প্রচ্ছদ বিষয়: