কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি গঠন — সভাপতি মোরশেদ রনি, সেক্রেটারি সাজেদুল করিম দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫ নিজস্ব প্রতিবেদক: ঢাকাস্থ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত অন্যতম অরাজনৈতিক ছাত্রসংগঠন ‘কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোরশেদ আলম রনি এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাজেদুল করিম। তারা উভয়েই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এই সংগঠন দীর্ঘদিন ধরে ঢাকায় অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের মাঝে একতা, পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। নতুন কমিটির মাধ্যমে এই কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কমিটি গঠনের পর সভাপতি মোরশেদ আলম রনি বলেন, “আমরা কক্সবাজার জেলার শিক্ষার্থীদের স্বার্থ ও প্রয়োজনে পাশে থাকতে চাই। এই সংগঠনকে শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের চর্চার একটি শক্তিশালী প্ল্যাটফর্মে রূপান্তর করতে কাজ করব।” সাধারণ সম্পাদক সাজেদুল করিম বলেন, “এই দায়িত্ব আমাদের কাছে গর্বের। জেলার শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে আমরা কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।” উল্লেখ্য, কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়মিত শিক্ষাবিষয়ক সহযোগিতা, নবীনবরণ, বিদায় অনুষ্ঠান, ক্যারিয়ার কাউন্সেলিং, সাংস্কৃতিক আয়োজনসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ পরিচালনা করে থাকে। নতুন কমিটির আত্মপ্রকাশে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও শিক্ষার্থীবান্ধব হবে—এমনটাই প্রত্যাশা কক্সবাজার জেলার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রসমাজের। SHARES প্রচ্ছদ বিষয়: