এবারে বইমেলায় সোনামণি প্রকাশনী বিশেষ উপহার গুণী কবি ও সাহিত্যিক এবং নারী উদ্যোক্তা পলি আক্তারের পাঁচটি বই দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫ মাসুম বিল্লাহ সুমন : —- পলি আকতার “তিনি এমন একজন মানুষ যার বর্ণনা অল্প কথা বলে সেস করা যাবেনা” একটা মানুষের ভেতরে এতোগুলো গুন থাকতে পারে এই গুনী মানুষটির সাথে কথা না বললে আমরা জানতে পারতামনা: বাংলাদেশে ভারসেটাইল ক্যারেক্টার মানুষের সংখ্যা খুবই কম,যার প্রতিটি কথায় থাকে মানবিকতার “তিনি তার কার্যকলাপ ও লিখনির মাধ্যমে মানুষের মূল্যবোধ কে জাগ্রত করতে চান এবং ন্যায়কে প্রতিষ্ঠিত করতে । জয়পুরহাট জেলার কালায় থামাতে তার জন্ম “স্কুল/ কলেজ/ ভার্সিটি থেকে শুরু করে,প্রতিটি কর্ম সেক্টরেই তিনি যেন সর্বশেরা “ছোটবেলা থেকেই তিনি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করে অসংখ্য পুরস্কার ও সার্টিফিকেট অর্জন করেছেন । তিনি অত্যন্ত মেধাবী মানবিক এবং সৎ একজন নারী- যিনি তার পরিবার ও গ্রামের একটা আইডল,সেই সাথে অনেকের ইনসপাইরেশান। ফিল্ম/ মিডিয়া সেক্টরে তার একার যুগ আগেও অনেক কাজের সুযোগ ছিল এবং এখনও প্রতিনিয়ত কাজের অফার আসে কিন্ত তিনি মনে করেন এই জায়গা-টিতে সে তার মত করে কাজের পরিবেশ পাবেনা তাই তার ভেতরে যথেষ্ট মেধার থাকলেও তিনি যব প্রফেশন কেই বেছে নেন এক বুক কস্ট বুকে নিয়েই! তিনি আট বছর ধরেই ব্যাংকিং প্রফেশন এ সেখানেও কি তাকে কম ফাইট করতে হয়েছে? নারীদের প্রতিটি সেক্টরেই ফাইট করতে হয় সুস্থ সুন্দর পরিবেশ এর বিঘ্ন কারনেই আমাদের দেশের অনেক Assets, আড়ালে ঢাকা পরে আছে আজও,তার কাছে একজন সঠিক নারীর জীবন চিত্র চ্যালেঞ্জ ও যুদ্ধের।এগুলো তিনি তুলে ধরেছেন তার লেখার জগত টিতে ‘ এক মাত্র লেখার জগত টাকেই তিনি তার একান্ত পৃথিবী মনে করেন। অমর একুশে বই মেলা:-2025 এ এই লেখিকার টোটাল একক বই যাচ্ছে তিনটি ও যৌথ বই যাচ্ছে তিনটি । ১। সোনামণি প্রকাশনী: স্টল নং-৯৪৬ (ক) স্মৃতি ও ইতিকথা [ একক বই] (খ) সেই দিনটির জন্য [ নাট্য কাব্য” একক বই] ২। ছায়া প্রকাশনী : স্টল নং- ৭৫১/৭৫২ ক) কিছূমিছু কবিতা : [যৌথ কবিতার] খ) রক্তে বিজয় : [যৌথ কবিতার বই] ৩। মাছরাঙা পাবলিকেশন:- ক) ক্রিটিক্যাল হ্যাপিনিংস [ ছোট গল্পের” একক বই] তার এ বছরের সবগুলো বই এর আপডেট bongo news channel এ পেয়ে যাবেন। BDC News: stall number: 692 একই সাথে তিনি রয়েছেন একাধিক প্রফেশন এ:- ১। লেখক ও কবি সাহিত্যিক: তার লেখা script writing ✍️ এ নির্মাণ হবে নাটক/ সিনেমা / গান/ বিজ্ঞাপন চিত্র। যার লেখা ছুয়ে যাবে মানব হৃদয়কে । ১। নারী উদ্যোক্তা: তার বিজনেস সাইট এ হাজার হাজার নারীর কর্মসংস্থান করাতে চান তিনি সেই চিন্তা ধারা মাথায় রেখেই নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন! তিনি নারীদের স্বনির্ভরশীল হতে বলেছেন ,,তার জন্য উদ্যোক্তা প্লাটফর্ম কেই তিনি গুরুত্ব বেশি দিতে বলেছেন,, এ দেশে নারী উদ্যোক্তারা বছরেই চলেছেন আর এ সব সাহসী আর সংগ্রামী নারীদের সম্মান জানিয়েছেন। ২। ব্যাংক ও বীমা কর্মকর্তা: তিনি বর্তমান এ BENGALE GROUP এ রয়েছেন ,, এই মুহূর্তে তিনি জানিয়েছেন বীমা সম্পর্কে আমাদের দেশের মানুষের ধারনা যথার্থ নেই- বীমা আমাদের প্রত্যেকের জন্য গুরুত্ব পূর্ণ,,বিমার প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি মেসেজ দিতে চান সারা দেশেই:- বাইরের দেশগুলোতে বিমার মূল্যায়ন যেভাবে রয়েছেন বাংলাদেশেও এর সকল কার্যক্রম শুরু হয়ে গেছে,,বীমা সবার জন্যেই অপরিহার্য ,,তার কাজের বর একটা অংশ বীমা সেক্টরেকে রিপ্রেজেনট করা,, বীমা খাত হবে এদেশের টপ প্রায়োরিটির জায়গা। ৪। নিউজ প্রেজেন্টেশন এ রয়েছে তার Experience, শীঘ্রই সুনামধন্য টিভি চ্যানেলেও আসবেন নিউজ প্রেজেন্টার হিসেবে । তার মেধাগুলোকে তিনি প্রতিটি সেক্টরেই কাজে লাগাতে চান আর প্রতিনিয়ত তার লেখার হাতে আরো পরিপক্ষ করতে তিনি সব ভালো কাজের Experience নিতে চান । ৫। অন লাইন প্লাটফর্ম ও সোস্যাল একটিভিজ এ ও রয়েছেন নানান আঙ্গিকে ও সামাজিক কার্যক্রম এ। তিনি বলেছেন ডক্টর ইউনুস স্যার কে আমি হৃদয়ে ধারন করি তবে স্যার এর সমান বয়স হতে হতে আমার বায়োডাটাও হবে ১০০ পেইজ এর সমান,,এটা আমার অহংকার নয় এটা আমার মেধার কনফিডেন্স। সাপোর্ট বলতে সেই অর্থে আমার পাশে কেউ ছিলনা এবং নেই:- তবে আল্লাহ আমাকে সেই পর্যন্ত সুস্থ রাখলে ,,আমার সব লক্ষ্যেই আমি সাকসেস হব ইনশাল্লাহ। দোয়া রাখবেন সবাই আমার জন্য। আমি সবকিছুই মনে রাখি আমার কাজের সহযোগিতায় যারা ছিলেন আমি তাদের জন্য চিন্তা রাখব। SHARES সারা বাংলা বিষয়: