আমরা কাঁদা ছোড়াছুড়ি করতে চাই না : মনজুর এলাহী দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫ রাব্বি সরকার: নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ মনজুর এলাহী বলেন, পৃথিবীর ইতিহাসে এমন নাই এক সাথে ৩ শ এমপি ও ৫০ জন মন্ত্রী এক সাথে পালিয়েছে। আল্লাহ তাআলার কাছে বিচার আছে। সোমবার (২০ জানুয়ারি) বিকালে শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের বন্যার বাজারে বিএনপির কর্মী সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, গতকাল কে বা কারা বক্তব্য রেখেছেন। সাধারচরে নাকি টাকার ছড়াছড়ি। আসলে আমি তো কিছুই জানি না। টাকা আমি নিজেই দেখলাম না, ওরা কীভাবে দেখলো আমি জানি না। তিনি বলেন, এই মুহূর্তে আমরা কাঁদা ছোড়াছুড়ি করতে চাই না। মনোনয়ন যে পায় তার পক্ষেই কাজ করবো। তবুও এই দলের ঐক্য নষ্ট করতে দিবো না। মনজুর এলাহী বলেন, খেলার মধ্যে কাইন্দামি করে যারা, খেলায় হারে তারা। তাই আসুন কাইন্দামি না করে এক সাথে রাজনীতি করি। এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, শিবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি মোঃ তোফাজ্জল হোসেন, সিনিয়র সহ সভাপতি শাহাদাত হোসেন মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফ সারোয়ার ভূঁইয়া জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাছুম মোল্লা, সদস্য সচিব আবিদ হাসান জজ মিয়া, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ওমর ফারুক মৃধা টিটু, সাধারচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আঃ হালিম মাস্টার, প্রমুখ। SHARES সারা বাংলা বিষয়: