আগামী প্রজন্মের মুসলমানদের সন্তানেরা আল্লাহর জমিনে মানব রচিত আইন দেখতে চায় না.. আল্লামা মামুনুল হক দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫ শিবচর (মাদারীপুর)প্রতিনিধিঃ মো: রিয়াজ রহমান… বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, কুরআন ও সুন্নাহ আলোকে মূলনীতি অনুসরন করে কোরআন ও সুন্নাতের উপর পরিচালনা করে ইহকাল ও পরকাল আমাদের জীবনের সকল কর্মকান্ড সাফল্য মন্ডিত হবে। তিনি আজ মাদারীপুরে শিবচরে কাঁঠাল বাড়ি জামিয়া দারুল উলুম হক্কানিয়া মাদ্রাসায় পবিত্র কোরআন শরীফ ও খতমে বুখারী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বুখারী শরীফ আখেরী দরস প্রদানকালে তিনি এই কথা বলেন। তিনি আরো বলেন, এভাবে বাংলার তরুন জনতা, বাংলার ছাত্র জনতা, স্কুল, কলেজ ভার্সিটি, মাদ্রাসার সকল ছাত্র জনতা আগামী প্রজন্মের মুসলমানদের সন্তানেরা আল্লাহর জমিনে মানব রচিত আইন দেখতে চায় না। আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য চুড়ান্ত বিপ্লবের জন্য প্রস্তুত। এই সময় আরো বয়ান করেন আল্লামা ইয়াহইয়া মাহমুদ, আল্লামা আব্দুল মুমিন, আল্লামা ইসমাঈল কাতারী,হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদী সহ দেশবরেন্য ওলামায়ে কেরামগন বয়ান করেন। SHARES সারা বাংলা বিষয়: