আওয়ামী লীগ নেতা ও মসিকের সাবেক প্যানেল মেয়রসহ গ্রেফতার-৫

প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা ও মসিকের সাবেক প্যানেল মেয়রসহ বিভিন্ন অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়।

অফিসার ইনচার্জ মোঃ সফিকুর ইসলাম খান জানান, এসআই(নিঃ) মাসুদ জামালী, সঙ্গীয় র্ফোসসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার আসামী মোঃ মাহবুবুর রহমান রহমান দুলাল (৫০) (সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ ও সাবেক প্যানেল মেয়র-২) অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

এছাড়াও এএসআই (নিঃ) আয়েছ মিঞা, এএসআই (নিঃ) মাহমুদুল হাসান জামান, এএসআই (নিঃ) রাসেল ইয়ার খান, সঙ্গীয় র্ফোসসহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৪টি গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামীদেরকে গ্রেফতার করেন।

পরোয়ানাভূক্ত আসামীরা হলো: মোঃ রাফাইত আহসান পিতা-মৃত এ বি এম রফিকুল ইসলাম, মোঃ আহাম্মদ আলী (৫২), পিতা-মৃত-আব্বাস আলী, মোঃ রফিকুল ইসলাম, পিতা-মোঃ আব্দুল আজিজ, লাল মিয়া ওরফে লালন পিতা-মোঃ লোকমান বেপারী।

প্রত্যেক আসামীকে চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।