অভাবে সংসার চালাতে না পেরে প্রতিবন্ধী সন্তানকে ব্রিজ থেকে পানিতে ফেলে দিল মা

প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, মে ১, ২০২৫

 

শিবচর মাদারীপুর প্রতিনিধি-
মো: রিয়াজ রহমান

৩০ এপ্রিল (বুধবার) সন্ধ্যা ৭টার দিকে প্রতিবন্ধী সন্তানকে ব্রীজের উপর থেকে পানিতে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে

শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাচামারা এলাকায় আড়িয়াল খাঁ সেতুর উপর থেকে প্রতিবন্ধী সন্তান নাসির উদ্দিন (১৫) কে নদীতে ফেলে দেয় মা রিজিয়া বেগম (৪৫)। ব্রীজের উপর থাকা কিছু মানুষ দৃশ্যটি দেখতে পেয়ে মহিলা কে আটক করে। আটকের পরে জিজ্ঞাসাবাদে তিনি ঘটনা সত্যতা স্বীকার করেন। এবং বলেন তার স্বামী মৃত এবং সংসারে অভাবের কারণে প্রতিবন্ধী এই সন্তানকে লালন পালন করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছিলো না। উপায় না পেয়ে এই সিদ্ধান্ত নিয়েছি।

নাসির উদ্দিনের বাড়ি বন্দরখোলা ইউনিয়নের শিকদার হাট কাচারীকান্দি গ্রামে। পিতা মৃত আজগর হাওলাদার।

এই ঘটনার পর স্থানীয় জনগন ৯৯৯ কল দিলে দত্তপাড়া পুলিশ ফাড়ির এস আই ইমরান এসে অভিযুক্ত রিজিয়া বেগমকে আটক করে নিয়ে যায়।

ঘটনার সময় তার সাথে আনুমানিক ৭/৮ বছরের একটি কন্যা সন্তানও ছিলো।